আমরা জানি, চুম্বকের মধ্যখানে কোনো আকর্ষণ বল কাজ করে না। পৃথিবীও তো একটি বিশাল বড় চুম্বক, তাহলে পৃথিবীর মধ্যখানেও কোনো আকর্ষণ বল কাজ করার কথা নয়। কিন্তু আমরা জানি, পুরো পৃথিবীর সব জায়গায় তার আকর্ষণ বল কাজ করে। কিন্তু কীভাবে? এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে চাই।
‘আমরা জানি, পুরো পৃথিবীর সব জায়গায় তার আকর্ষণ বল কাজ করে।’—তুমি কী মহাকর্ষ বলের কথা উল্লেখ করছ, না চৌম্বক বলের কথা বলছ? বলক্ষেত্র সব জায়গায় কাজ করতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সেখানে কোনো বিন্দুতে বলের মান শূন্য হতে পারবে না।
যেমন আমরা বলি, পৃথিবীর কেন্দ্রে মোট মহাকর্ষ বলের মান শূন্য; এর মানে এই নয় যে সেখানে বলটা কাজ করা বন্ধ হয়ে গেছে। সবদিক থেকে সমানভাবে বস্তকে সমান বল দিয়ে টানলে মোট বলের মান শূন্য না হয়ে উপায় নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।