Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home পৃথিবীর যে গ্রামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়
    আন্তর্জাতিক

    পৃথিবীর যে গ্রামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়

    জুমবাংলা নিউজ ডেস্কAugust 11, 20234 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : তুমুল বৃষ্টি হচ্ছে এখন দেশের বেশির ভাগ এলাকায়। চট্টগ্রাম, রাঙামাটি আর বান্দরবানের অনেক এলাকা তলিয়ে গেছে বৃষ্টির পানি আর পাহাড়ি ঢলে। এ সময়টা মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় যে এলাকায় সেখানকার গল্প বলার জন্য উপযোগী।

    পৃথিবীর যে গ্রামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়

    পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয় যে এলাকাটিতে সেটি কিন্তু আমাদের পাশের দেশ ভারতেই। মেঘালয় রাজ্যের এই গ্রামটির নাম মৌসিনরাম। বুঝতেই পারছেন সিলেট সীমান্ত দিয়ে গেলে সহজে পৌঁছে যেতে পারবেন সেখানে। এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১১ হাজার ৮০২.৪ মিলিমিটার। বৃষ্টির জন্য বিখ্যাত মেঘলায়ের আরেক শহর চেরাপুঞ্জি থেকে জায়গাটির দূরত্ব মোটে ১৫ কিলোমিটার। পূর্ব খাসি পাহাড়ের এই গ্রামটি টানে পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকদের। বিশেষ করে বর্ষায় এখানে রোদ্রালোকিত দিন পাওয়া কঠিন।

    সাগর সমতল থেকে মৌসিনরামের উচ্চতা ১ হাজার ৪০০ মিটার। এই গ্রামটিতে পাহাড়ি এলাকার জলবায়ুর পাশাপাশি পাবেন লম্বা বর্ষাকাল ও তুলনামূলক ক্ষণস্থায়ী শুষ্ক মৌসুম। এখানে টানা বৃষ্টির দুটি কারণ ওঠে এসেছে বিভিন্ন গবেষণায়। বর্ষার সময় বঙ্গোপসাগর থেকে ওপরের দিকে ওঠে প্রচুর জলীয় বাষ্পসহ মেঘ। খাসি পর্বতে বাধা পেয়ে নিচে নেমে মৌসিনরাম ও চেরাপুঞ্জি এলাকায় প্রচুর বৃষ্টি ঘটায় এ মেঘ।

    পৃথিবীর যে গ্রামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়

    টানা বৃষ্টি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার পথে বড় বাধা। তবে মৌসিনরামের মানুষের জন্য এটি পুরোপুরি সত্যি নয়। তাঁদের জীবন যেন পুরো থমকে দিতে না পারে বৃষ্টি সে জন্য কিছু কৌশল অবলম্বন করেন এখানকার অধিবাসীরা।বৃষ্টিপাতের শব্দের আওয়াজ এড়াতে এখানকার অধিকাংশ বাড়ি শব্দরোধী। নাপস নামে পরিচিত এখানকার ঐতিহ্যবাহী ছাতাগুলি শরীরের বেশির ভাগ অংশই ঢেকে রাখে। এটি স্থানীয়দের বৃষ্টি থেকে সুরক্ষার জন্য ব্যবহৃত খুব একটি জনপ্রিয় পদ্ধতি। এই ছাতাগুলো বাঁশ ও কলা পাতা দিয়ে তৈরি। তুমুল বৃষ্টির জন্য স্কুলের ক্লাস প্রায়ই বাতিল হয় এই এলাকায়। স্থানীয় বাসিন্দারা বর্ষায় দিনের একটা বড় সময় বাড়িতে কাটায়। বর্ষাকালে এখানকার মানুষের প্রিয় খাবার তালিকায় থাকে মরিচ, টমেটো এবং গাঁজানো মাছ দিয়ে তৈরি টুংটাপ নামক এক ধরনের চাটনি এবং সিদ্ধ আলু।

    কুয়াশাচ্ছন্ন পাহাড়চূড়া, সবুজ জমি, শীতল বাতাস, জলপ্রপাত এবং জিভে জল এনে দেওয়া সব খাসি খাবার সব মিলিয়েই মনোরম এক গ্রাম এই মৌসিনরাম। একসময় রাজ্যের বাইরে খুব কম মানুষই চিনত গ্রামটিকে। তবে এখানকার অনন্য আবহাওয়ার আবহাওয়াবিদদের আগ্রহ জাগিয়ে তোলার পর থেকে মৌসিনরামের খ্যাতি বাড়তে থাকে। তারপর পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল গ্রাম হিসেবে গিনেস বুকে নাম ওঠা ও আন্তর্জাতিক খ্যাতি একে জনপ্রিয় করে তুলে। শান্ত গ্রামটি ধীরে ধীরে একটি পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হচ্ছে। ভারতের এই অঞ্চলে ভ্রমণ করা পর্যটকেরা গ্রামটিতে একটিবার ঘুরে যাওয়া থেকে নিজেকে বঞ্চিত করেন না কোনোভাবেই।মৌসিনরামের অবস্থান পূর্ব খাসি পর্বতমালার দক্ষিণ ঢালে একটি পাহাড়ের চূড়ায়। গ্রামে যাওয়ার পথে জলপ্রপাত এবং বৃষ্টিতে ভেজা গাছপালা, খেতের মনোরম দৃশ্য দেখবেন। গ্রামটি থেকে কিছুটা দূরে থাকতেই কুয়াশার ঘন আবরণ আপনার দৃষ্টিসীমা কমিয়ে দেবে। কখনো কখনো সেটা কেবল ১০ মিটার পর্যন্ত। তারপরে একটি খাঁড়া পাহাড়ের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে এগিয়ে গেছে রাস্তাটি। একসময় একটি সাইন পোস্টের সামনে চলে আসবেন যেখানে লিখে ‘মৌসিনরাম ভিলেজ’। এখান থেকে অল্প কিছুটা দূরত্ব পেরোলে ঋতুভেদে হালকা বা ভারী বর্ষণে অভ্যর্থনা জানাবে আপনাকে।

    এই অঞ্চলের মধ্য দিয়ে ভ্রমণ করার সময়, আপনি কৃষকদের ঐতিহ্যগত ছাতা নপস গায়ে চাপিয়ে খেতে কাজ করতে দেখবেন। এই ছাতা প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত দুটির থেকেই বাঁচায়।শিলং থেকে একদিনেই ঘুরে আসা যায় মৌসিনরাম। তবে এখানকার বৃষ্টিময় প্রকৃতিকে উপভোগ এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে অন্তত একটি বা দুটি রাত কাটানোর পরামর্শ দেব। আবহাওয়ার এই আশ্চর্য আচরণ ছাড়াও মৌসিনরামে উপভোগের মতো অনেক কিছু রয়েছে। ছোট্ট গ্রামটি ও আশপাশে ইতস্তত হেঁটে বেড়ালেই স্থানীয়দের জীবনের চমৎকার এক চিত্র পাবেন। গ্রামের কেন্দ্র থেকে একটু দূরে একটি ফুটবল খেলার মাঠ রয়েছে। আবহাওয়া যাই হোক না কেন এখানে নিয়ম করে ফুটবল খেলে স্থানীয় তরুণেরা। এখনকার বাজার বারগুলো অন্যরকম অভিজ্ঞতা দেবে আপনাকে। রাস্তার ধারে সারি সারি দোকানে ফল, সবজি, তাজা মাংস, বিদেশি ফুল এবং মসলা বিক্রি করেন স্থানীয়রা। এখানে থাকাকালীন, পুসা (কমলার খোসার গন্ধ মাখা ভাতের পিঠা) ও শাস (লাল চা) সহযোগে নাশতা করতে ভুলবেন না।

    মৌসিনরামের আগে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিস্নাত এলাকার তকমা ছিল পাশের শহর চেরাপুঞ্জির। ১৯৭৪ থেকে ২০২২ সাল পর্যন্ত গড় হিসেব করলে মৌসিনরামের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ১১ হাজার ৮০২.৪ মিলিমিটার। অপরদিকে ১৯৭১ থেকে ২০২০ সাল পর্যন্ত হিসেব করলে চেরাপুঞ্জির বার্ষিক গড় বৃষ্টিপাত ১১ হাজার ৩৫৯.৪ মিলিমিটার। এই তথ্য নিশ্চিত করেন ইন্ডিয়ান মেটিওরোজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডি) গুয়াহাটি কেন্দ্রের বিজ্ঞানী সুনীত দাস।বর্ষায় কখনো কখনো টানা ১৫-২০ দিন বৃষ্টি হয় চেরাপুঞ্জিতে। কলম্বিয়ার তুতোনেন্দো আছে বৃষ্টিবহুল এলাকার তালিকায় তিনে। আর্দ্র উষ্ণমণ্ডলীয় রেইনফরেস্টের আবহাওয়া চোখে পড়ে এলাকাটিতে।

    সম্প্রতি অরুণাচল প্রদেশের কলোরিয়াং নামের একটি গ্রামও প্রচুর বৃষ্টির জন্য আলোচনায় এসেছে। এখানকার বাসিন্দাদের দাবি ঠিকভাবে পরিমাপ করলে মৌসিনরামকে টেক্কা দেবে তাদের শহর। ১০০০ মিটার উচ্চতায় অবস্থিত শহরটিকে ঘিরে রেখেছে উঁচু সব পর্বত। অক্টোবর থেকে ডিসেম্বর মাস ছাড়া বাকি সময়টা এই এলাকায় বৃষ্টির কোনো কমতি হয় না। তবে এটি এখনো কেবল শহরবাসীর দাবির মধ্যেই সীমাবদ্ধ আছে। তাই মৌসিনরামই এখনো পৃথিবীর সবচেয়ে বৃষ্টিস্নাত এলাকা। কি এই বর্ষায় একটি ভ্রমণ হয়ে যাবে নাকি মেঘালয়ে। মৌসিনরাম, চেরাপুঞ্জি এক সফরে দেখতে পারবেন দুটি জায়গাই।

    সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আউটলুক ইন্ডিয়া, ডেকান হেরাল্ড

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘সবচেয়ে আন্তর্জাতিক গ্রামে পৃথিবীর বৃষ্টিপাত বেশি হয়,
    Related Posts
    Iran

    এমকেও’র ২ সদস্যের মৃত্যুদণ্ড দিলো ইরান

    July 27, 2025
    মন্দিরে পদদলিত

    মন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু, আহত অনেকে

    July 27, 2025
    রাশিয়ার সঙ্গে পারমাণবিক

    রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বহাল রাখতে চান ট্রাম্প

    July 27, 2025
    সর্বশেষ খবর
    ওয়েব সিরিজ

    ভরপুর রোমান্সের দৃশ্য নিয়ে মুক্তি পেল প্রাইম প্লের নতুন ওয়েব সিরিজ

    OnePlus 15

    OnePlus 15 Launch Confirmed for October with Ace 6, Pro Model Faces Delay: Exclusive Report

    টেকনো

    টেকনো নিয়ে এলো বিশ্বের সবচেয়ে পাতলা ওয়্যারলেস চার্জিং ফোন

    today's football matches

    Today’s Football Matches: Women’s Euro 2025 Final and Brazilian Serie A Headline July 27 Fixtures

    Ethereum Bull Run

    Ethereum Exodus: $3 Billion ETH Flees Exchanges, Bull Run Ahead?

    Segarate

    সিগারেটের বাংলা অর্থ কী? অনেকেই বলতে পারেন না

    Ali Riyaz

    জুলাই সনদ নিয়ে সুখবর দিলেন আলী রীয়াজ

    ওয়েব সিরিজ

    প্রতি মিনিটে ঘনিষ্ঠ দৃশ্য, রাতের ঘুম কেড়ে নেবে এই ওয়েব সিরিজ

    russian girl

    কোন জিনিস যা করার সময় মেয়েরা চিৎকার করে আর ছেলেরা চুপ থাকে

    Iran

    এমকেও’র ২ সদস্যের মৃত্যুদণ্ড দিলো ইরান

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.