জুমবাংলা ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ কেজিতে ৮ টাকা বৃদ্ধি পেয়ে প্রতি কেজি ৩০ টাকায় এবং দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা বৃদ্ধি পেয়ে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। হঠাৎ দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা। আমদানি কমের কারণেই দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
পেঁয়াজ কিনতে আসা মাজহারুল ইসলাম বলেন, দেশের বাজারে সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বাজার করার জন্য বাসা থেকে যে পরিমাণ টাকা এনেছিলাম, অর্ধেক বাজার করতেই শেষ। কাঁচামরিচ, ডিম, তেল, চিনি, মসলাসহ বিভিন্ন ধরনের পণ্যের দাম বেশি। যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়ছে, সেভাবে তো আমাদের আয় বাড়েনি। আমরা কীভাবে চলব। খুব কষ্ট করে সংসার চালাতে হচ্ছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, সরবরাহ কমের কারণে আমদানিকারকরা মোকামে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। যে কারণে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। তবে আগের থেকে ক্রেতা অনেক কমে গেছে। আমরাও শান্তিমতো ব্যবসা করতে পারছি না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।