বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট শিল্পী হিসেবে বড় কোনো নিলামে নিজের আঁকা শিল্পকর্ম বিক্রির সুযোগ পেয়ে ইতিহাস গড়তে যাচ্ছে ‘এআই-ডা রোবট’।
এ ‘আল্ট্রা-রিয়েলিস্টিক’ রোবট নির্মাণের পেছনে কাজ করা দলটির নেতৃত্ব দিয়েছেন এইডেন মেলার। রোবটটি এমন এক নারীর আদলে নকশা করা, যা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ড্রয়িং, পেইন্টিং ও ভাস্কর্য তৈরি করতে পারে।
এর আঁকা শিল্পকর্মের মধ্যে রয়েছে আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত অ্যালান টিউরিংয়ের পেরট্রেইটও, যা ব্রিটিশ নিলামঘর ‘সোথবি’স’-এর ডিজিটাল আর্ট সেল-এর অক্টোবরের সংস্করণে উপস্থাপিত হবে। ধারণা করা হচ্ছে, এর দাম উঠবে এক লাখ ৩০ হাজার ডলার থেকে প্রায় দুই লাখ ডলার পর্যন্ত।
‘এআই গড’ শিরোনামের এ বিশাল পোট্রেইটের উচ্চতা সাড়ে সাত ফুট, যা তৈরি হয়েছে বিভিন্ন এআই অ্যালগরিদম দিয়ে। আর ছবিটি আঁকতে রোবটটি ‘নিজের চোখে’ থাকা ক্যামেরা ও বায়োনিক হাতের সাহায্য নিয়েছিল বলে উঠে এসেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে।
২০২৪ সালের মে মাসে পাঁচ প্যানেলের একটি পেইন্টিংয়ের অংশ হিসেবে এটি প্রথমবার জাতিসংঘে প্রদর্শিত হয়েছিল।
সোথবি’স-এর আসন্ন নিলামে শিল্প ও প্রযুক্তির মধ্যে মেলবন্ধনের বিভিন্ন নজির দেখা যাবে, যেখানে ডিজিটাল শিল্পের এমন অনেক ছবিই উপস্থাপিত হবে, যা এই খাতের চলমান ধারার প্রতিফলন তুলে ধরে।
নিলাম কোম্পানিটি বলেছে, এ আয়োজনে অগ্রগামী এমন নারী শিল্পীদেরও শ্রদ্ধা জানানো হবে, যারা ডিজিটাল শিল্পের বিবর্তনে ভূমিকা রেখেছেন।
এআই-ডা রোবট কথা বলে নিজের উন্নত এআই ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে। তার ভাষায়, “অ্যালান টিউরিংয়ের শিল্পকর্ম তৈরির মাধ্যমে আমি কম্পিউটিং ও এআই প্রযুক্তি বিকাশে তার কৃতিত্ব ও অবদানকে স্মরণ করেছি।”
“আমার শিল্পকর্ম জাতিসংঘের ওই নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ, যেখানে এআই প্রযুক্তিকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করার বিষয়টি উল্লেখ রয়েছে। এমনকি অ্যালান টিউরিং নিজেও হয়ত এর পক্ষে থাকতেন।”
এআই-ডা রোবট স্টুডিও’র পরিচালক মেলার আরও যোগ করেন, “৫০’র দশকে, অ্যালান টিউরিং নিজেও এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।”
“এআই-ডা’র পোর্ট্রেইট ভৌতিকভাবে অ্যালান টিউরিংকে ফিরিয়ে আনে, যেখানে এটি মিউট করা বিভিন্ন টোন ও ভাঙা মুখের প্লেন ব্যবহার করেছে। এমনকি এর ব্যাকগ্রাউন্ডেও টিউরিংয়ের তৈরি বিখ্যাত ‘বোম্ব’ (Bombe) মেশিনের ছায়াময় রূপ উঠে এসেছে।”
বোম্ব এমন এক ধরনের ইলেক্ট্রো-মেকানিকাল ডিভাইস, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির ‘এনিগমা’ মেশিনে এনক্রিপ্ট করা বিভিন্ন গোপন বার্তার রহস্য উদ্ঘাটনের জন্য ব্যবহার করতেন ব্রিটিশ ক্রিপ্টোলজিস্টরা।
“এআই ব্যবস্থাপনা নিয়ে টিউরিংয়ের সতর্কবার্তাও উঠে এসেছে এ শিল্পকর্মে।”
২০২২ সালের গ্লাস্টনবারি ফেস্টিভালের মূল আকর্ষণ বিলি আইলিশ, ডায়ানা রস, কেন্ড্রিক লামার ও স্যার পল ম্যাককার্টনি’র পোট্রেইটও একেছিল এআই-ডা।
একই বছর ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ৭০তম বিয়েবার্ষিকী উপলক্ষে তার একটি পোর্ট্রেইট তৈরি করেছিল রোবটটি। এমনকি প্রথম এআই চালিত রোবট হিসেবে সৃজনশীল খাতে এই প্রযুক্তির সম্ভাব্য প্রভাবের নজিরও দেখিয়েছিল এ বিষয়ে কাজ করা দেশটির পার্লামেন্টারি কমিটিকে।
সোথবি’স-এর ‘ডিজিটাল আর্ট সেল’ আয়োজনটি চলবে ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।