
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা লবণ চাষির পলিথিন কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার রাজাখালীর সুন্দরীপাড়ায় রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লবণ চাষি আবু তাহের জানান, ঘটনার দুই সপ্তাহ আগে স্থানীয় জালাল বাহিনীর প্রধান মো. জালাল আমার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে রাজি না হলে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় জালাল। পরে গত রবিবার দিবাগত রাতে আমার মালিকানাধীন লবণমাঠে হামলা চালায় জালাল বাহিনী। তারা আমার লবণমাঠের শ্রমিক দিদার, জিয়াউর রহমান ও রবি আলমকে মারধর করে। এ সময় লবণ চাষে ব্যবহৃত ৯০টি পলিথিন কেটে দেয় জালাল বাহিনী। এ পলিথিনগুলোর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। এছাড়া পলিথিনগুলো কেটে ফেলায় এ মৌসুমে আর লবণ চাষ করতে পারবো না। বর্ষা শুরু হওয়ার আগে আনুমানিক ৩শ মণ লবণ উৎপাদন করতে পারতাম। যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। ফলে পলিথিনগুলোর মূল্যসহ আমার ১ লাখ ২০ হাজার টাকা মতো ক্ষতি হয়েছে।
হামলার শিকার লবণ শ্রমিক দিদার জানান, আমরা দুর্বৃত্তদের চিনে ফেলায় নাম প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা।
এ ব্যাপারে রাজাখালী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. মন্জুর বলেন, লবণ চাষি আবু তাহেরের লবণমাঠের পলিথিন কেটে ফেলার ঘটনাটি শুনেছি। আমরা গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলাম। কিন্তু জালাল বাহিনী সালিশ মেনে নেয়নি।
এ ব্যাপারে মো. জালালের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।