বিনোদন ডেস্ক : ভারতীয় নির্মাতা সুব্রতরঞ্জন দত্তর ‘প্রবাহিণী’ নামে চলচ্চিত্র ২০১৬ সালে মুক্তি পেয়ে প্রশংসিত হয়। এরপর শিশি-বোতল কুড়ানো মেয়েদের জীবন নিয়ে নির্মাণ করেন ‘কলি’, সেই ছবি এখনো মুক্তি পায়নি।
ঋত্বিক ঘটকের কাছে ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন সুব্রত। পরে অনেক ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। মুম্বাইয়েও কাজ করেছেন তিনি।
কিন্তু হাতে কাজ না থাকায় মাত্র সাড়ে ছয় হাজার টাকায় নিরাপত্তারক্ষীর চাকরি করছেন ৬২ বছরের এই চিত্র পরিচালক।
স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “স্ত্রী, মেয়েকে নিয়ে সংসার। চলতে তো হবেই। বেশ কয়েক বছর বসে রয়েছি। শেষ এই কাজেই ঢুকে গেলাম। কোনো কাজই ছোট নয়।”
আরও জানালেন, এখনো তিনি ছবি নির্মাণের স্বপ্ন দেখেন। বলেন, ‘‘সময় পেলেই নতুন চিত্রনাট্যের খসড়া তৈরি করার চেষ্টা করি এখনো। তবে সময় বের করাটাই কঠিন।’’
সুব্রত বলেন, ‘‘জীবন সিনেমার চিত্রনাট্যের মতোই গতিশীল। ভালো কাজের সুযোগ নিশ্চয়ই পাব। চেষ্টা তো চালাতেই হবে।’’
একটি আবাসনে ১২ ঘণ্টার নিরাপত্তারক্ষীর কাজ করেই সময় চলে যায় সুব্রতর। তা সত্ত্বেও নতুন কাজের আশায় সারা রাত ডিউটির পরেও সকালে ছোটেন সিনেমা পাড়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।