জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পেয়ারা গাছের ডালে সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ রাশেদ (২০) ওরফে নুর নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে বাহারছড়া ইউপির শামলাপুর বাজারের পশ্চিমে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নুর উপজেলার বাহারছড়া শামলাপুর পশ্চিমপাড়া এলাকার মৃত রশিদ আহমেদের ছেলে।
নিহতের ভাগিনা কায়সার মাহমুদ বলেন, বুধবার সকালে নুর নাহার নামের এক নারী বাগানে সুপারি কুড়াতে গেলে গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ রাশেদের মরদেহটি দেখতে পান। তবে তার পা মাটিতে লাগানো ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ফাঁসি বলে ধারণা করা হচ্ছে। শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ সুরতহাল করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের সময় শরীরে পোশাক, হাতের ঘড়ি, পকেটে ম্যানিব্যাগ ও মোবাইল ফোনসহ সবকিছুই ঠিকঠাক পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।