জুমবাংলা ডেস্ক: খুলনা নগরীর বড়বাজার এলাকায় আজ তিন ব্যবসায়ীর গুদামে পাওয়া গেল ২ লাখ ২২ হাজার ৬২০ লিটার ভোজ্যতেল।
অবৈধভাবে ভোজ্যতেল মজুতের দায়ে তাদেরকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন গুদামে অভিযান পরিচলনা করে।
অবৈধভাবে ভোজ্যতেল মজুতের দায়ে মোবাইল কোর্ট সোনালী এন্টারপ্রাইজের মালিক প্রদীপ সাহাকে ৯০ হাজার টাকা, সাহা ট্রেডার্সের মালিক দিলিপ কুমার সাহাকে ৩০ হাজার টাকা এবং রনজিত বিশ্বাস এন্ড সন্সের মালিক অজিত বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করে।
ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, খুলনার তিনটি গুদাম থেকে ২ লাখ ২২ হাজার ৬২০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।