স্পোর্টস ডেস্ক : আগামীকাল বুধবার (২৩ ফেব্রুয়ারী) থেকে আফগানিস্তানের বিপক্ষে বাংরাদেশের শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে টাইগার দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।
সিরিজে তামিমের বড় ভাই জাতীয় দলের সাবেক তারকা ওপেনার নাফিস ইকবাল থাকছেন লজিস্টিক ম্যানেজারের গুরুদায়িত্বে।
সিরিজ শুরুর ঠিক আগের দিন মঙ্গলবার চট্টগ্রামের সাগরিকায় লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল অধিনায়ক তামিম ইকবালকে সংবাদ সম্মেলনে নিয়ে আসেন।
সংবাদ সম্মেলনে দুই ভাইয়ের রসায়ন নিয়ে তামিম বলেন, এই জায়গায় আমাদের অনেক পেশাদার হতে হবে। তিনি আমার ভাই, এটা আমাদের সম্পর্ক। তবে জাতীয় দলের হয়ে খেলার সময় আমি তাকে ম্যানেজার হিসেবে আর তিনি আমাকে খেলোয়াড় হিসেবে সম্মান করবেন। এটা পেশাদার জায়গা, যেখানে পেশাদারিত্বই আগে আসবে, সম্পর্ক পরে।
করোনার কারণে দীর্ঘদিন মাঠে বসে খেলা দেখার সুযোগ হয়নি দর্শকদের। আফগান সিরিজ থেকে গ্যালারিতে বসার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
সমর্থকদের মাঠে ফেরা নিয়ে জাতীয় দলের তারকা ওপেনার তামিম বলেন, চট্টগ্রামের জন্য আমার হৃদয়ে বিশেষ একটা জায়গা আছে। দর্শক থাকলে ভালো। অনেক দিন পর দেশের দর্শকদের সামনে খেলব। দর্শক কখনো কখনো দ্বাদশ খেলোয়াড় হয়ে ওঠেন। আমরা ভালো করি বা খারাপ করি, তারা মাঠে থাকলে সমর্থনের জন্য সর্বোচ্চটুকু করে যান।
সদ্য শেষ হওয়া বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম ইকবাল। আফগান সিরিজে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে তামিম।
তামিম বলেন, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। বিপিএল ভালো গেছে মানে এই না এই সিরিজও অনেক ভালো খেলব। প্রক্রিয়া ঠিক রেখে চেষ্টা করব, দেখা যাক ফলাফল কী হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।