বিনোদন ডেস্ক : ভারতের মুম্বাইয়ে দুটি বাংলোসহ বেশ কেয়কটি প্রপার্টি রয়েছে অমিতাভ বচ্চনের। তবে শুধু মুম্বাইয়ে নয়, দিল্লিতেও ছিল তার একটি বাংলো। তবে সম্প্রতি সেই বাংলো বেচে দিলেন অমিতাভ বচ্চন। দক্ষিন দিল্লির গুলমোহর পার্কে ছিলো অমিতাভ বচ্চনের পৈতৃক বাড়ি। বাড়িটির নাম ছিল সোপান। ৪১৮.০৫ স্কোয়ার মিটারের এই বাড়িটি বিক্রি হয়েছে ২৩ কোটি টাকায়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী অমিতাভের বাড়িটি কিনেছেন ব্যবসায়ী অবনী বাদের। অনেক বছর ধরেই বচ্চন পরিবারের সঙ্গে পারিবারিক সম্পর্ক এই ব্যবসায়ীর। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ‘বাড়িটি অনেক পুরনো দিনের কনস্ট্রাকশন। তাই বাড়িটি ভেঙে আমরা প্রয়োজন অনুযায়ী পুনর্নিমান করব। আমরা বহু বছর এই এলাকায় বসবাস করছি। অনেকদিন ধরেই এখানে আরও কিছু প্রপার্টির খোঁজে ছিলাম। যখন এই অফারটা আসে তখন তাড়াতাড়ি রাজি হয়ে যাই আর এই বাড়িটি কিনে নিই।’
গত বছর ডিসেম্বরে বাড়ির রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। ৪১৮.০৫ স্কোয়ার মিটারের এই বাড়িটি বিক্রি হয়েছে ২৩ কোটি টাকায়। অমিতাভ বচ্চনের বাবা কবি হরিবংশ রাই বচ্চন ও মা তেজা বচ্চন এই বাড়িতেই বসবাস করতেন। বাড়ি ঘিরে কবি হবিবংশ রাই বচ্চনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। বর্তমানে বাড়িটি রক্ষণাবেক্ষনের সমস্যা তৈরি হয়েছিল। অবশেষে সেই বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন অমিতাভ। সূত্র: জি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।