জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে রানা প্লাজা ধসের সাত বছর পরও গার্মেন্ট কারখানাগুলোতে শ্রমিক নিপীড়ন বেড়েছে। বিশেষ করে নারী শ্রমিকরা নিপীড়নের শিকার হচ্ছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফরেন রিলেশন্স কমিটির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনটি তুলে ধরেছেন প্রভাবশালী ডেমোক্র্যাট সিনেটর বব মেনেন্দেজ। এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে চাননি। তিনি বলেছেন, পুরো প্রতিবেদন পাঠ করার পর রবিবার (৮ মার্চ) প্রতিক্রিয়া জানানো হবে।
মার্কিন সিনেটের প্রতিবেদনে ‘শ্রমিকদের রক্তের দাগ লেগে থাকা’ এসব পোশাক ব্যবহার না করার জন্য যুক্তরাষ্ট্রের ভোক্তাদের সতর্ক করা হয়েছে। এই প্রতিবেদন এমন সময় প্রকাশিত হলো যখন যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ কার্যালয়ও শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা মানের সংস্কার কার্যক্রমের গতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) পঞ্চম সভায় মার্কিন প্রতিনিধি দল এই উদ্বেগের কথা তুলে ধরেছে।
প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠানে সিনেটর মেনেন্দেজ বলেন, গত সাত বছরে ভবন নিরাপত্তার অগ্রগতি হলেও আমরা জানতে পেরেছি কারখানার ভেতরে শ্রমিকরা এখনও নিরাপদ নয়।
ডেমোক্র্যাটিক সিনেটর আরও বলেন, দুর্ভাগ্যজনক হলেও ব্যাপক মাত্রায় নিপীড়ন হচ্ছে এবং শ্রমিকরা ফ্যাশন শিল্পের কোটা পূরণে প্রায়ই নিজেদের বলি দিচ্ছে।
নিউ জার্সির কারখানায় মেয়ে দর্জি হিসেবে কাজ করা মায়ের সন্তান সিনেটর মেনেন্দেজ বলেন, আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি শুধু পণ্য উৎপাদন নয়, তা নিরাপত্তা ও নৈতিকভাবে করার সোনালী মানদণ্ড স্থাপনে নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।
মুজিববর্ষ পালন না করা বিএনপি এবং তাদের মিত্রদের রাজনৈতিক দেউলিয়াপনারই পরিচয় বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, মুজিববর্ষ এ দেশের স্বাধীনতা প্রিয় মানুষের কাছে এখন উৎসবে পরিণত হয়েছে। অথচ বিএনপি রাজনৈতিক কারণে এর বিরোধিতা করছে। এটা নিয়ে রাজনীতি করা হীনমন্যতার পরিচয় বলেও তিনি উল্লেখ করেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতার জন্মশতবার্ষিকী পালনের সুযোগ আমাদের জীবনে বিশেষ করে একজন বাঙালির জীবনে বড়ই সৌভাগ্যের, বড় পাওয়া।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে তার নির্বাচনি এলাকা কাজিপুরে শুভগাছায় পানি উন্নয়ন বিভাগের নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করে গণমাধ্যমকে তিনি একথা বলেন।
বিকালে সিরাজগঞ্জ শহরে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সদ্য সমাপ্ত একাডেমিক ভবন পরিদর্শন করেন। পরে তিনি মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জ সার্কিট হাউসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু ইউসুফ সুর্য, কেএম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা দানী, আবদুর রউফ পান্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র : বাংলা ট্রিবিউন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।