রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা দাবি করেছেন, শহীদের রক্তে গঠিত নতুন বাংলাদেশে বৈষম্যের কোনো স্থান নেই এবং কোটার পুনঃপ্রবর্তন কখনোই মেনে নেওয়া হবে না।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে বহু শহীদ স্বজন হারিয়েছিলেন। সেই ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্য ও কোটার পুনঃপ্রবর্তন গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এর প্রতিবাদ জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানেরা শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তির সুযোগ পাবেন। এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে ফুসে ওঠা উত্তেজনার কারণ হয়েছে।
শর্তসমূহে উল্লেখ করা হয়েছে, ভর্তির আবেদন বিবেচনার ক্ষেত্রে ন্যূনতম পাস নম্বর থাকতে হবে, কোনো বিভাগে দুইজনের বেশি ভর্তির সুযোগ থাকবে না, এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারির সন্তানকে তার কর্মরত বিভাগে ভর্তি করানো যাবে না। এছাড়া অভিভাবকের অনিয়ম প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিলসহ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দাবি পূরণ হওয়ায় আগামী ২১ সেপ্টেম্বর থেকে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রত্যাহার করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।