
আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্র সৈকতে প্যারাগ্লাইডিং করার সময় বড় এক দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন ৯১ বছরের এক বৃদ্ধ। প্যারাসুট ছেঁড়ার পর ছোটখাটো কিছু আঘাত ছাড়া বড় কোনো আঘাত পাননি তিনি। অস্ট্রেলিয়ার সিডনী শহরের দক্ষিণে অবস্থিত এক সমুদ্র সৈকতে ঘটে এ ঘটনা। খবর এনডিটিভি’র।
জানা যায়, সিডনী শহরের দক্ষিণে অবস্থিত ওয়ারিউড সমুদ্র সৈকতে স্থানীয় সময় গতকাল রবিবার (১৫ নভেম্বর) বিকাল ৬টায় এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ বলছে, জরুরী উদ্ধারকারী দলের সদস্যরা ওই বৃদ্ধতে উদ্ধার করে। তার দেহের দুই এক জায়গায় কেটে গেছে। এছাড়া তেমন কিছু হয়নি। তাকে সিডনীর রয়াল নর্থ সোর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
পুলিশ আরো বলে, ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধের প্যারাসুটটি ছিড়ে যাওয়ায় এই দুর্ঘটনাটি হয়। এ বিষয়ে তদন্ত চলছে। নিশ্চয়ই তিনি ভাগ্যবান। কারণ এরকম পরিস্থিতিতে যেকোনো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এমনকি মৃত্যুও হতে পারতো তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।