জুমবাংলা ডেস্ক : ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হৃদরোগ বিয়য়ক কার্ডিওলজিস্টদের কনফারেন্সে দূর নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে হার্টের ধমনীতে রিং পরিয়েছেন বাংলাদেশি চিকিৎসক। যার ভুয়সী প্রশংসা করেছেন বিশ্বের উন্নত দেশগুলোর হৃদরোগ বিশেষজ্ঞলা। আর এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা উপস্থাপনের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিউজ্জ্বল হয়েছে বলে জানিয়েছে দেশের চিকিৎসকেরা।
কনফারেন্সে দূর নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে রিং পরানোর অভিজ্ঞতা তুলে ধরেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকার।
প্যারিসের স্থানীয় সময় গতকাল বুধবার ও বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ইউরো পিসিআর কনফারেন্সে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে অভিজ্ঞতা তুলে ধরেন এই চিকিৎসক।
এ সময় ফ্রান্স, আমেরিকার প্রতিনিধিরাও তাদের অভিজ্ঞতা উপস্থাপন করেন। বাংলাদেশ এশিয়ার মধ্যে ভারত ও চীনের পর তৃতীয় দেশ, যারা এই ধরনের উচ্চ প্রযুক্তির মাধ্যমে ধমনীতে রিং পরানোর অভিজ্ঞতা অর্জন করেছে ।
গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর হোটেল সোনারগাঁ থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিটউ ও হাসপাতালে চিকিৎসাধীন ৭২ বছর বয়সী সিদ্দিকের হার্টের মূল রক্ত নালিতে একটিতে ৯০ শতাংশ এবং আরেকটিতে ৮০ শতাংশ ব্লকে ডা. প্রদীপ কুমার কর্মকার দূরনিয়ন্ত্রিত রোবটিক প্রযুক্তি ব্যবহার করে দুটি রিং স্থাপন করেন। এই প্রযুক্তি দিয়ে দূরে থেকে রিং পরানোর অভিজ্ঞতা দেশে এটাই প্রথম। পুরো অপারেশন প্রক্রিয়াটিটি উদ্বোধন ও প্রত্যক্ষ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মীরজামাল উদ্দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।