Advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী তিন বছর প্রকাশকদের এক বিলিয়ন ডলার দেবে গুগল, এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। এনগ্যাজেট এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
সুন্দর পিচাই বলেন, নতুন এই লক্ষ্যমাত্রায় ‘গুগল নিউজ শোকেস’ নামের নতুন পণ্য উন্মোচন করা হবে। প্রাথমিকভাবে জার্মানীতে সেবাটি চালু করা হবে। ইতিমধ্যেই ডার স্পেইজেল, স্টার্ন, ডেই জেট এবং ব্রাজিলের ফোলহা ডে এস.পাউলো, বান্ড এবং ইনফোবিসহ বিভিন্ন জার্মান পত্রিকার সঙ্গে চুক্তি করেছে।
সেবাটি বেলজিয়াম, ভারত, নেদারল্যান্ডসহ অন্যান্য দেশে চালু করা হবে। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, ব্রাজিল, কানাডা ও জার্মানীর প্রায় ২০০ প্রকাশক এই সেবায় যুক্ত হয়েছে।
পাঠকদের বিভিন্ন ধরণের সংবাদের অভিজ্ঞতা দিতে উচ্চমানের কনটেন্ট তৈরি ও প্রকাশে প্রকাশকদের এই অর্থ প্রদান করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।