প্রকাশ্যে এলো সৌরভের নতুন ব্যবসা, কোম্পানির আয় বছরে ২০৮ কোটি!

প্রকাশ্যে এলো সৌরভের নতুন ব্যবসা, কোম্পানির আয় বছরে ২০৮ কোটি!

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের বিখ্যাত ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি বিশাল অর্থের বিনিময়ে একটি ফুড ডেলিভারি স্টার্টআপ, ‘JustMyRoots’-এর অংশীদারিত্ব কিনেছেন। যদিও তিনি ঠিক কত পরিমাণ টাকা বিনিয়োগ করেছেন সেই হিসাব জানা যায়নি। তবে তিনি জানিয়েছেন যে সংস্থাটিকে যতটা সম্ভব সমর্থন করবেন নিজের দিক দিয়ে।

প্রকাশ্যে এলো সৌরভের নতুন ব্যবসা, কোম্পানির আয় বছরে ২০৮ কোটি!

সংস্থাটি একটি আন্তঃনগর খাদ্য বিতরণ পরিষেবা সংস্থা। সংস্থাটি বিভিন্ন শহরে খাবার সরবরাহ করে। বর্তমানে ভারতের ৩০ টি শহরে নিজেদের ব্যবসা প্রসারিত করে ফেলেছে এই কোম্পানিটি। জানা গিয়েছে এই কোম্পানিটি ব্যবসা বাড়ানোর জন্য বাজার থেকে প্রায় ১৫০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে কাজ করছে।

সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সমীরণ সেনগুপ্তের মতে, তাদের মূল লক্ষ্য হলো অভ্যন্তরীণ প্যাকেজিং সমাধানগুলির জন্য উৎপাদন ইউনিট তৈরি করা এবং তার পাশাপাশি তাদের পাশাপাশি সুইগি এবং জ‍্যোমাটোর ন্যায় শহরে বিভিন্ন প্রান্তে খাদ্য সরবরাহ পরিষেবার জন্যও ব্যবহার করা যাবে।

সৌরভ জানিয়েছেন, তিনি এমন একটি সংস্থায় বিনিয়োগ করার ঝুঁকি কারণ এটাই ভবিষ্যত। বেশি সংখ্যক মানুষ বর্তমানে বাড়িতে খাবার অর্ডার করে খেতে পছন্দ করেন বলে জানান তিনি।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেছিলেন যে তিনি স্টার্টআপগুলিতে বিনিয়োগ করছেন এবং বর্তমানে ৪টি সংস্থায় এই জাতীয় অংশীদারিত্ব রয়েছে তার যদিও এই ব্যাপারটা নিশ্চিত যে প্রথমেই এই সংস্থাটিকে এই লাইনের তাবড় তাবড় কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে হবে।

Previous Article

প্রতি মুহূর্তে আবহাওয়ার আপডেট জানাবে স্মার্টওয়াচ

Next Article

আসছে ভয়াবহ সৌর ঝড়, শেষ হয়ে যাবে ইন্টারনেট সংযোগ