Advertisement
বিনোদন ডেস্ক : প্রকাশ পেলো নুহাশ হুমায়ূনের বানানো গান-ভিডিও ‘গোলাপী’। গানটির গায়ক কানাডায় বসবাসরত বাংলাদেশি পপশিল্পী ঈসা ফারুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ‘ফারুক ভাই প্রজেক্ট’ নামে পরিচিত।
নব্বইয়ের দশকে বেড়ে ওঠা প্রজন্মের স্মৃতিগুলোকে একটি মজাদার ঢঙে তুলে ধরা হয়েছে ‘গোলাপী’ গানে। এতে থাকছে উইন্ডোজ ৯৮, পুরনো ভিডিও গেম, ফ্লিপ মোবাইল ফোনসহ এমন আরও বেশ কিছু। গানটি প্রযোজনা করেছেন নবী মাহমুদ এবং সহযোগিতায় ছিলেন ফাইরুজ নাজিফা।
ঈসা ফারুকের প্রথম অ্যালবাম ‘অবস্থা বুঝে ব্যবস্থা’ শ্রোতামহলে বেশ গ্রহণযোগ্যতা পায়। এই অ্যালবামের ‘সকালেও’ শিরোনামের গানটির জন্য শ্রোতাদের নজরে আসেন এই গায়ক। এটি বাংলাদেশের প্রথম অ্যানথলজি সিনেমা ‘ইতি, তোমারই ঢাকা’তেও স্থান পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।