জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে ২০০ টাকা কেজিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির ঘটনা ঘটেছে। মাংস বিক্রির ঘটনা জানাজানির পর খলিলুর রহমান নামের ওই বিক্রেতাকে সতর্ক করেছে প্রশাসন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) খলিলুর রহমানের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টিপূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে শিয়ালের মাংস বিক্রির এ ঘটনা ঘটে। শিয়ালের মাংসে খেলে নানা রোগ থেকে মুক্তি পাওয়া যায়- এমন ধারণা থেকেই একটি শিয়াল জবাই করে মাংস বিক্রি করেন খলিলুর রহমান নামের এক দিনমজুর। পরে বিষয়টি জানাজানি হলে বুধবার খলিলুর রহমানকে নিজ কার্যালয়ে ডাকা পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। এসময় খলিলুর রহমান শিয়ালের মাংস বিক্রির বিষয়টি অকপটে স্বীকার করেন। পরে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, শিয়ালসহ বন্যপ্রাণী জবাই কিংবা মাংস বিক্রি করা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। লিখিত অঙ্গিকারের ভিত্তিতে অভিযুক্ত খলিলুরকে ছেড়ে দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।