জুমবাংলা ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
আজ এক শোকবার্তায় ভূমিমন্ত্রী বলেন, ‘উপমহাদেশীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ভারতরত্ন শ্রী প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত হারালো একজন বিজ্ঞ রাজনীতিবিদকে এবং বাংলাদেশ হারালো এক অকৃত্রিম বন্ধুকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মিত্র দেশ ভারতের লোকসভার সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে তাঁর ভূমিকা বাংলাদেশ চিরকাল মনে রাখবে”।
ভূমিমন্ত্রী শ্রী প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ভারতের সাবেক প্রণব মুখার্জি রাষ্ট্রপতি দিল্লির ক্যান্টনমেন্টের এক হাসপাতালে ভর্তি ছিলেন। গত ১০ই অগাস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


