বিনোদন ডেস্ক: প্রতারণার কবলে পড়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। প্রতারক প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে প্রতারণা করেছেন বলে জানান শাওন। এরপর ধানমণ্ডি থানায় অভিযোগ করলে ওই প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে শাওন গণমাধ্যমকে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘ওই প্রতারক আমাকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী পরিচয় দিয়ে বলেন, হুমায়ূন আহমেদের নামে নুহাশ পল্লীতে একটি মিউজিয়াম করার জন্য অস্ট্রেলিয়ান একটি সংস্থা ডোনেট করতে চায়। এরপরে তিনি আমার মায়ের প্রসঙ্গে কথা বলে জানান যে, আমরা কলিগ। মা কেমন আছে, ইত্যাদি। পরে তিনি অর্থ মন্ত্রণালয়ের সচিব পরিচয়ে একজনের নম্বর দেন। ’
শাওন ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ‘আমার সঙ্গে সচিব পরিচয় দিয়ে একজন ভদ্রলোক কথা বলছিলেন। মিউজিয়ামের একটা অর্থ রয়েছে সেসব ছাড়ের জন্য সরকারি কিছু খরচ রয়েছে। টুকরো টুকরো সেসব খরচ বাবদ তিনি প্রায় ৩২ হাজার টাকা পরিশোধ করতে বলেন। ভুল বলব না, আমি বোকামিটা করেছি এখানেই। বিকাশে কেন পরিশোধ করলাম! যাই হোক। পরে আমাকে জানালো নুহাশ পল্লীতে একটা টিম ভিজিট করতে যাবে। কিন্তু বেশ কয়েক দিন কেটে গেলেও তাদের খোঁজ নেই। আমি ২৫ জুলাই ফোন করে বন্ধ পাই। তখন আমি বুঝে যাই যে প্রতারণা হয়েছে। ’
পুলিশের তৎপরতার কথা উল্লেখ করে শাওন বলেন, ‘সবাই ভেবে নেয়, পুলিশের কাছে গেলে কিছু হবে না। কিন্তু আমি যদি এড়িয়ে যাই, তাহলে সে অন্যত্র প্রতারণা করবে। আমি যে কবার পুলিশের কাছে গিয়েছি, নিরাশ হইনি। এই যে প্রতারকের বিরুদ্ধে অভিযোগ করেছি, পুলিশ দ্রুত আসামি ধরে এনেছেন। ’
শাওন বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমি অবাক হয়ে গিয়েছি। একই ব্যক্তি তিনজনের কণ্ঠ নকল করে কথা বলেছেন। আর তার কণ্ঠ, উচ্চারণ একেবার নিখুঁত। ’
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রবিউল ইসলাম (৪১) নামের ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ভুয়া রেজিস্ট্রেশন করা চারটি সিমকার্ড জব্দ করে ডিবি। অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মিশা ভাই না বাংলাদেশী না আমেরিকান, বোমা ফাটালেন খল অভিনেতা ডন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।