স্পোর্টস ডেস্ক : মাত্র ৫৩ মিনিট সময় নিলেন সিমোনা হালেপ। তাতে প্রতিপক্ষ আনেত কনতাভেইতকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে সেমি-ফাইনাল নিশ্চিত করেছেন রোমানিয়ার এই খেলোয়াড়।
মেলবোর্নে বুধবার কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে এস্তোনিয়ার কনতাভেইতকে সরাসরি ৬-১, ৬-১ গেমে হারান হালেপ। এই নিয়ে টানা এগারো ম্যাচে জয় পেলেন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়।
ফাইনালে ওঠার লড়াইয়ে হালেপ মুখোমুখি হবেন স্পেনের গারবিনে মুগুরুসা বা আনাস্তাসিয়া পাভলুচেনকোভার সঙ্গে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।