জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাসান হাওলাদার (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার কালাইয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভুক্তভোগী কিশোরী জন্মের পর থেকেই বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে বাড়ির বাইরে থাকায়, সেই সুযোগে বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে ভুক্তভোগীর উপর নির্যাতন চালায় অভিযুক্ত হাসান। কাজ শেষে বাড়ি ফেরার সময় মেয়ের চিৎকার শুনে ঘটনাস্থলে যান ভুক্তভোগীর মা। তাকে দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যায় হাসান। পরে এই বিষয়ে অভিযোগ জানাতে গেলে ভুক্তভোগীর মা ও ফুফুকে মারধর করে হাসান এবং তার পরিবার। পরে রাতে থানায় অভিযোগের ভিত্তিতে হাসানকে হেফাজতে নেয় পুলিশ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুর রউফ বলেন, ওই কিশোরীকে বিকেল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার ঘটনা শোনার পরে, তাকে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, শুক্রবার রাতে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেছেন প্রতিবন্ধী কিশোরীর বাবা। অভিযোগের প্রেক্ষিতে একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।