জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গায় রাস্তায় পানি আসাকে কেন্দ্র করে প্রতিবেশীর ধারাল অস্ত্রের কোপে আপন হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আপনের বাবা মোতালেব হোসেন গুরুতর জখম হয়ে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার ফুলবাড়ি গ্রামে কোপানোর ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আপন মারা যান। পুলিশ অভিযুক্ত আবুল কালামকে আটক করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, বেশ কিছুদিন অভিযুক্ত আবুল কালামের বাড়ি থেকে পানি এসে বাড়ির সামনের রাস্তায় চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছিল। প্রতিবেশী মোতালেব হোসেন বিষয়টি আবুল কালামকে বলতে গেলে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এতে কালাম বাড়ি থেকে ধারাল অস্ত্র এনে মোতালেবকে কোপাতে থাকে। এসময় আপন হোসেন বাবাকে উদ্ধার করতে গেলে তাকেও কোপায় কালাম।
ওসি আরো জানান, জখম বাবা-ছেলেকে উদ্ধার করে নেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এর কিছুক্ষণের মধ্যে মারা যান আপন হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।