স্পোটৃস ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারানোর নায়ক মোহাম্মদ রিজওয়ান। এই উইকেট রক্ষক-ব্যাটারের ৭১ (৭১) রানের ইনিংসে ভর করে ১৮১ রান টপকে ৫ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।
ম্যাচ জয়ের পর সোজা হাসপাতালে যেতে হয় রিজওয়ানকে। এদিন টস জিতে ফিল্ডিং করতে নামে পাকিস্তান। ম্যাচের ১৪ ওভার ৫ বলের সময় মোহাম্মদ হাসনাইনের বাউন্সার বেশ লাফিয়ে উঠে সামলান। তবে ল্যান্ডিংয়ের সময় ডান পা বেশ বাজে ভাবে পড়ে মাটিতে। তাতেই শুয়ে পড়েন মাঠে।
এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলে যান ম্যাচ। ব্যাট করতে নেমে ৫১ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ১৩৯.২১ স্ট্রাইক রেটে করেন ৭১ রান।
রিজওয়ানের চোট নিয়ে পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, ম্যাচ শেষ হওয়ার পরেই এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) করাতে হাসপাতালে নেওয়া হয় রিজওয়ানকে। সোমবার আবারও এমআরআই স্ক্যানের করা হবে।
রিজওয়ানের সঙ্গে এমন ঘটনা নতুন নয়। গত বছর আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি-ফাইনালে খেলার আগে দুইদিন হাসপাতালে থেকে ফিরে খেলেন ৬৭ রানের দুর্দান্ত একটা ইনিংস। আগামী ৭ সেপ্টেম্বর সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে নামার আগে দুইদিন বিশ্রামের সময় পাচ্ছেন রিজওয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।