আবু সাঈদ, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি )প্রতিষ্ঠাকালীন নাম “ রংপুর বিশ্ববিদ্যালয় “ পুনর্বহাল, শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যিালয়ে রূপায়নের দাবিতে মানববন্ধন করেন বেরোবির সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৯ জানুয়ারি) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিকাল ৪ টায় এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, ২০০৮ সালের রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি হয়। পরবর্তীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯ আইন দ্বারা অধ্যাদেশটি লোপ করা হয়। রংপুরের মানুষের বহু আন্দোলনের ফসল হচ্ছে রংপুর বিশ্ববিদ্যালয়। সে রংপুর বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিস্ট হাসিনা সরকার নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ঘোষণা করেন। এই নাম পরিবর্তন এর মাধ্যমে ফ্যাসিস্ট সরকার রংপুরের মানুষের সাথে প্রতারণা করেছে। রংপুরের মানুষের দাবির সাথে প্রতারণা করেছে। এখন আমরা নাম পরিবর্তন চায় না। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নামের পুনর্বহাল চাচ্ছি। আমরা প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল চাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২৪শে আন্দোলনের আতুর ঘর। আমরা এই বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট সরকারের কোন চিহ্ন রাখতে দেব না। অনতিবিলম্বে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম ফেরত দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষার্থী রাকিব বলেন, আপনারা জানেন ২০০৮ সালে ১২ অক্টোবর “রংপুর বিশ্ববিদ্যালয়” নামে এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করে এবং ২০১১ সালের দিকে “রংপুর বিশ্ববিদ্যালয়” নাম পরিবর্তন করে রাখা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। আমরা এই বিশ্ববিদ্যালয়ের নাম পুনর্বহাল চাচ্ছি এই কারণে যে এর প্রতিষ্ঠাকালীন নাম ছিল রংপুর বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অবস্থিত রংপুরের বিভাগীয় শহরে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম বিভাগীয় শহরের নামে না হয়ে ব্যক্তির নামে কিভাবে হয় এটাই আমাদের প্রশ্ন? সেই সাথে রংপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হয়ে যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়, তাহলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে রংপুর বিশ্ববিদ্যালয় নাম পুনর্বহাল করতে সমস্যা কোথায়? যখন আমরা চাকরির ফর্ম তুলতে যাই সেখানে দেখতে পাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম নেই, আছে রংপুর বিশ্ববিদ্যালয়। সেই সাথে আমরা আশেপাশের কাউকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দিতেই পারিনা, কারণ তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বললে রোকেয়া কলেজের কথা বলে।
আরেক শিক্ষার্থী বলেন,আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার ১৫ বছর পরেও আবাসন সংকট কাটেনি। আমাদের অধিকাংশ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাহিরে মেসে থাকতে হয়। ফলে শিক্ষার্থীরা আর্থিক সংকট,নিরাপত্তাহীনতাসহ নানা অসুবিধার সম্মুখীন হয়।আমরা অতি দ্রুত আবাসন সংকট নিরসন চায়। এবং বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগসহ গুরুত্বপূর্ণ অন্যান্য বিভাগ চালু করে বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।