স্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। চলমান ইংল্যান্ডের দ্য ব্লাস্ট টি-টোয়েন্টিতে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার। এক ওভারে চার উইকেট শিকার করেছেন তিনি। যা স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসের প্রথম ওভারেই চার উইকেট নেয়ার প্রথম রেকর্ড।
শুক্রবার (৩০ জুন) ট্রেন্ট ব্রিজে বার্মিংহাম বিয়ার্সের মুখোমুখি হয় শাহিনের দল নটিংহামশায়ার। আগে ব্যাট করে বার্মিংহামকে ১৬৯ রানের লক্ষ্য দেয় নটিংহামশায়ার। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে শাহিনের পেস-তোপে পড়ে গ্লেন ম্যাক্সওয়েল, জ্যাক লিনটটদের দলটি।
ইনিংসে শাহিনের প্রথম বৈধ ডেলিভারিই ছিল পায়ের পাতা তাক করা ইয়র্কার। সামলাতে না পেরে উপুড় হয়ে পড়েন বার্মিংহাম অধিনায়ক অ্যালেক্স ডেভিয়েস, এলবিডব্লিউর সিদ্ধান্ত দিতে দেরি করেননি আম্পায়ার।
পরের বলে ব্যাটান ছিলেন ক্রিশ্চিয়ান বেঞ্জামিন। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটসম্যান ইয়র্কার আসবে ভেবে স্কুপ খেলার চেষ্টা করেন। কিন্তু লো ফুলটস হয়ে আসা বল উল্টো স্টাম্পে টেনে নেন। প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে শাহিন।
তৃতীয় বলটি রুখে দেন ড্যান মোজলে এসে। কিন্তু পঞ্চম বলে আর পারেননি। বাঁহাতি এই ব্যাটসম্যান ড্রাইভ করতে গিয়ে ওলি স্টোনের দারুণ ক্যাচে পরিণত হন। ওভারের শেষ বলে আরেকটি লো ফুল টসে বোল্ড হন এড বার্নার্ড। শেষ পর্যন্ত ৬ বলে শিকার করেন ৪ উইকেট!
অবশ্য শাহিনের এমন দুর্দান্ত বোলিংয়ের পরও জয় তুলে নিতে পারেনি তার দল নটিংহামশায়ার। ২ উইকেট ও ৫ বল হাতে রেখে ম্যাচ জিতে যায় বার্মিংহাম। শাহিন চার ওভারে ২৯ দিয়ে নেন ওই ৪ উইকেটই।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, টাইমস নাউসহ আরও সংবাদমাধ্যম দাবি করেছে, স্বীকৃত টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম ওভারে ৪ উইকেট নেয়ার ঘটনা এই প্রথম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।