স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান মানেই স্পিন রহস্যে ভরপুর এক দেশ। রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদরা এখনো যে কোন দেশের যে কোন ব্যাটারের জন্য ভয়ংকর। সেই সঙ্গে এবার আফগানদের নতুন স্পিন রহস্যে যোগ হয়েছে আরেক নাম আল্লাহ মোহাম্মদ গাজানফার।
তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিমরা তার ক্যারম বুঝতে, দিতে হয়েছে কঠিন পরীক্ষা। তবে দিনশেষে পাশ করতে ব্যর্থ। আর রিশাদ, তাসকিন, শরিফুলদের কাছে যেন তার ডেলিভারিগুলো সিলেবাসের বাইরের অধ্যায়।
মুজিব উর রহমানের ইনজুরিতে দলে সুযোগ পাওয়া গাজানফার, এখন দলের মধ্যমনি। আঙুল আর কবজির শক্তিতে বোলিং স্টাইলের বৈচিত্র্য তাকে করেছে সবার চেয়ে আলাদা। ১৯ না ছুঁতেই হয়ে উঠেছেন ব্যাটারদের ত্রাস। গেল ৫ ওয়ানডেতে যার নামের পাশে ছিল ৪ উইকেট। এক ম্যাচ পর সেই সংখ্যা এখন ১০।
যদিও ২০০৬ সালে জন্ম নেয়া গাজানফারের শুরুটা একজন পেসার হিসেবে। ঘরোয়া ক্রিকেটেও যাত্রাটা সাদামাটা। টেনিস বল খেলেই সুযোগ হয়েছিল পাকতিয়া প্রদেশের একটি অ্যাকাডেমিতে। এরপর শাপাগিজা ক্রিকেট লিগের দল এমআইএস আইনাক নাইটসে ডাক পান।
সেখানেই বদলে যায় তার জীবনের মোড়। সাবেক আফগান অধিনায়ক দাওলাত আহমাদজাইয়ের পরামর্শে পেসার থেকে হয়ে উঠেন মিস্ট্রি স্পিনার। তার আইডল ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
গেল তিন মৌসুম ধরে ঘরোয়া লিগে করছেন স্পিন বল। যুব বিশ্বকাপ, ইমার্জিং এশিয়া কাপেও দেখিয়েছেন বোলিং ঝলক। গেল আসরে ডাক পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সে, দলের সঙ্গে থাকলেও খেলার সুযোগ হয়নি।
তবে এবার রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ মাতানোর অপেক্ষায় এই তরুন তুর্কী। ৬ ফিট ২ ইঞ্চির গাজানফার নতুন মুজিব নামেই বেশি পরিচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।