স্পোর্টস ডেস্ক : অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবীয় সফরে টেস্ট ও টি-টোয়েন্টিতে জয়হীন থাকার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জয় পেল টাইগাররা। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ক্যারিবীয়দের ৬ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল।
বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশের জয়ের লক্ষ্য ছিল ১৫০।
৩১ দশমিক ৫ ওভারেই ৪ উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। মাহমুদ উল্লাহ রিয়াদ ৪১ ও নুরুল হাসান সোহান ২০ রানে করে অপরাজিত থাকেন। এছাড়া নাজমুল হাসান শান্ত ৩৭ ও তামিম ইকবাল ৩৩ রান করেন।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে শরিফুল-মিরাজদের বোলিং তোপে নির্ধারিত ৪১ ওভারে ৯ উইকেটে ১৪৯ সংগ্রহ করে উইন্ডিজ। তিনে নামা শামার ব্রুক সর্বোচ্চ ৩৩ রান করেন। অধিনায়ক নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ১৮ রান। এছাড়া রোমারিও শেফার্ড ১৫ রান করেন। শেষ দিকে জয়ডেন সিলস অপরাজিত ১৬ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম ৮ ওভারে ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। ৯ ওভারে ৩৬ রানে তিন উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। মুস্তাফিজুর রহমানের শিকার এক উইকেট। অভিষিক্ত স্পিনার নাসুম আহমেদ কোনো উইকেট না পেলেও ৮ ওভারে তিন মেডেনসহ মাত্র ১৬ রান দেন।
ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।