স্পোর্টস ডেস্ক : সিলেট থান্ডারের বিপক্ষে ৪৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬০ রানের হারা না মানা ইনিংস খেলেন তামিম ইকবাল। তাতে গেল ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ঢাকা প্লাটুন। এ ইনিংস খেলার মধ্য দিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেন তিনি।
বিপিএল ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ২ হাজারি রানের ক্লাবে পা রেখেছেন তামিম। ৬৩ ম্যাচে ৩৬.৮৯ গড়ে তার সংগ্রহ ২ হাজার ২৯ রান। ড্যাশিং ওপেনারের ঝুলিতে রয়েছে ১ সেঞ্চুরিসহ ১৮টি হাফসেঞ্চুরি।
বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুই নম্বরে আছেন উইকেটরক্ষক- ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৭৬ ম্যাচে ৩৩.৯৮ গড়ে তার রান ১ হাজার ৯৩৭। মিস্টার ডিপেন্ডেবলের উইলো থেকে এসেছে ১২টি হাফসেঞ্চুরি। এবারের আসরে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
তালিকার তৃতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৮ ম্যাচে ২৫.৬৮ গড়ে ১ হাজার ৬৯৫ রান করেন তিনি। তার পকেটে রয়েছে ৯টি হাফসেঞ্চুরি। এবারের টুর্নামেন্টে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব করছেন সাইলেন্ট কিলার।
বন্দরনগরীর দলটির হয়ে বিপিএলের সপ্তম আসরে খেলছেন ইমরুল কায়েস। তিনি তালিকার চার নম্বরে রয়েছেন। ৭৫ ম্যাচে ২৩.৩৮ গড়ে তার রান ১ হাজার ৫৬৭। নিজের খেলা সব আসর মিলিয়ে ৬টি হাফসেঞ্চুরির মালিক বাঁহাতি ব্যাটসম্যান।
তালিকার পঞ্চম স্থানে আছেন সাকিব আল হাসান। তার সংগ্রহ ৭৬ ম্যাচে ২৫.১৩ গড়ে ১ হাজার ৪৮৩ রান। এ পথে ৫টি হাফসেঞ্চুরি করেন বিশ্বসেরা অলরাউন্ডার। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি তাকে ১ বছর স্থগিতসহ ২ বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করায় বঙ্গবন্ধু বিপিএলে খেলছেন না তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।