বিনোদন ডেস্ক : টালিউড মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। দুই দশকের বেশি সময় ধরে টালিউডে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। অভিনয় আর ব্যক্তি গুণে হয়ে উঠেছেন টালিউডের এ প্রজন্মের অভিভাবক।
হিন্দি সিনেমার নায়ক বিশ্বজিৎ চ্যাটার্জির একমাত্র পুত্র প্রসেনজিৎ। ১৯৯২ সালে দেবশ্রী রায়কে বিয়ে করেন। যদিও ১৯৯৫ সালে ভেঙে যায় তাদের সংসার। এরপর অপর্ণা গুহঠাকুরতাকে বিয়ে করেন। সে সংসার ভেঙে যাওয়ার পর অর্পিতা পালকে বিয়ে করেন প্রসেনজিৎ।
নিজের ব্যক্তি জীবন থেকে খুব বেশি খোলামেলা না প্রসেনজিৎ। তবে এবার নীরবতা ভাঙলেন। প্রথম বিয়ে ভাঙা নিয়ে অকপটে কথা বলেছেন। একান্ত সাক্ষাৎকারে সময় সংবাদকে বলেন, ‘আমার প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর অন্তত দেড় বছর আমি ফ্ল্যাটের বাইরে যেতে পারিনি। নিজেকে একটা ঘরে বন্দি করে রেখেছিলাম। লোকে কী বলবে এই ভাবতাম।’
সম্পর্কে ওঠাপড়া সত্ত্বেও নিজের কাজ শতভাগ মনোযোগ দিয়ে করেছেন অভিনেতা। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন টালিগঞ্জে। ফ্লপ সিনেমাও গুণতে হয়েছিল প্রসেনজিতকে। তবে বিষণ্ণতা ভুলে আবার নতুন করে শুরু করেছেন। তারপর তো ইতিহাস। সেই প্রসেনজিতকে ভালোবেসে সবাই ‘বুম্বা দা’ বলে ডাকেন।
‘কাছের মানুষ’ সিনেমাটির প্রচারে সময় সংবাদের মুখোমুখি হয়েছিলেন প্রসেনজিৎ। জবাব দিয়েছেন বিভিন্ন প্রশ্নের। এ সিনেমায় দেবের সঙ্গে দেখা যাবে প্রসেনজিৎকে। সিনেমাটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। মান অভিমান ভুলে একসঙ্গে আসছেন তারা।
দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনোমটি মুক্তি পাচ্ছে ৩০ সেপ্টেম্বর। দুটি ভিন্ন স্বাদের চরিত্রে দেখা যাবে দেব আর প্রসেনজিতকে। দুই প্রজন্মকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় তাদের ভক্তরা। এদিকে ‘কাছের মানুষ’ নিয়ে আশাবাদী পুরো টিম।
গিটার বাজিয়ে ‘কাল হো না হো’ গাইছে আমেরিকার নৌবাহিনী, মুগ্ধ করণ!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।