প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে যে রেকর্ড গড়লো মুকেশ আম্বানির রিলায়েন্স

আন্তর্জাতিক ডেস্ক : তেল থেকে শুরু করে টেলিকম ব্যবসায়র সাথে জড়িত রিলায়েন্স কোম্পানির ত্রৈমাসিক রিপোর্ট অনুযায়ী এর এনার্জি, টেলিকম, ও রিটেইল বিজনেস ভালো সাফল্যের মুখ দেখেছে।

এশিয়ার সর্বোচ্চ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে বার্ষিক ১০০ বিলিয়ন ডলার রেভিনিউ অতিক্রম করেছে।

তেল থেকে শুরু করে টেলিকম ব্যবসায়র সাথে জড়িত রিলায়েন্স কোম্পানির ত্রৈমাসিক রিপোর্ট অনুযায়ী এর এনার্জি, টেলিকম, ও রিটেইল বিজনেস ভালো সাফল্যের মুখ দেখেছে।

২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ১৬২.০৩ বিলিয়ন রুপি (২.১ বিলিয়ন মার্কিন ডলার) নেট আয় করেছে রিলায়েন্স। এ আয় গত বছরের একই সময়ের আয় থেকে ২২.৫ শতাংশ বেশি।

রিলায়েন্স-এর বাৎসরিক রেভিনিউ আগের বছরের তুলনায় ২.১২ ট্রিলিয়ন রুপিতে বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির জ্বালানি ব্যবসায় এবং রিটেইল ব্যবসায়র দৌলতে এত সম্পদ বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের প্রথম কোয়ার্টারে করা আয়ের দৌলতে মার্চ মাসে শেষ হওয়া গত অর্থবছরে কোম্পানিটির মোট রেভিনিউ ৭.৯৩ ট্রিলিয়ন রুপি তথা ১০৪.৬ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করে।

এক বিবৃতিতে রিলায়েন্স-এর ব্যবস্থাপনা পরিচালক আম্বানি বলেছেন, ‘করোনা মহামারি ও ভূ-রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রিলায়েন্স দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে।’

‘আমাদের ওটুসি (অয়েল-টু-কেমিক্যাল) ব্যবসায় এর আস্থা প্রমাণ করেছে। জ্বালানি বাজারে অস্থিরতা সত্ত্বেও এর শক্তিশালী পুনরুত্থান ঘটেছে,’ বলেন এ বিলিয়নিয়ার।

রিলায়েন্স-এর তেল ও গ্যাস অনুসন্ধান ও উৎপাদন ব্যবসায়, টেলিকম জিও-এর ব্যবসায়, এবং রিটেইল ব্যবসায়; সবগুলো খাত থেকেই লাভের মুখ দেখা গেছে।

মাল্টি-বিলিয়ন ডলার সম্পদের এ কোম্পানির মূল শক্তি তেল ও পেট্রোকেমিক্যাল হলেও সাম্প্রতিক সময়ে কোম্পানিটি টেলিকম ও রিটেইল ব্যবসায় থেকে দারুণ সাফল্য পাচ্ছে।

সূত্র: জিও