বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রথম বিদ্যুৎ চালিত স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) উন্মোচন করল জিপ। সংস্থাটি আগামী দুই বছরের মধ্যে উত্তর আমেরিকার দুটি বিদ্যুচ্চালিত এসইউভি বিক্রি শুরু করবে। পাশাপাশি এ সময়ে ইউরোপের বাজারেও একটি ইভি নিয়ে আসবে স্টেলান্টিসের মালিকানাধীন ব্র্যান্ডটি।
চলতি দশকের শেষ নাগাদ মার্কিন বাজারে বিক্রি করা গাড়ির অর্ধেক এবং ইউরোপীয় বাজারের শতভাগ গাড়ি বিদ্যুচ্চালিত করতে চায় নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠানটি। জিপের প্রথম এ বিদ্যুচ্চালিত গাড়ি অফ-রোডেও চলতে সক্ষম বলে জানিয়েছে সংস্থাটির নির্বাহীরা। জিপ রেকনসহ নতুন গাড়িগুলো সংস্থাটির র্যাংলারের আকারের। সূত্র- এপি
৬৪ বছরে অবসর নিলেন এই যৌ.নকর্মী! আমেরিকার চার প্রেসিডেন্টকে সন্তষ্ট করেছিলেন তিনি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।