জুমবাংলা ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে ২৭ ওভারে ২ উইকেটে ১০৪ রান করেছে বাংলাদেশ।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ৭৫ বলে ৩৯ রানের জুটি এনে দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। জুটিতে ৪১ বল খেলে ১টি চারে ১২ রান তুলে নিউজিল্যান্ড স্পিনার আজাজ প্যাটেলের বলে বোল্ড হন জাকির।
জাকিরের বিদায়ে উইকেটে এসে নিউজিল্যান্ডের বোলারদের উপর চড়াও হন শান্ত। ২টি চার ও ৩টি ছক্কায় বড় ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। কিন্তু ২৫তম ওভারে স্পিনার গ্লেন ফিলিপসের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ছক্কা মারতে গিয়ে মিড অনে কেন উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে বিদায় নেন ৩৫ বল খেলে ৩৭ রান করা শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে জয়-শান্ত ৭১ বলে ৫৩ রান যোগ করেন ।
শান্ত ফেরার ১৬ বল পর মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ। জয় ৭টি চারে ৪২ ও মোমিনুল হক ৩ রানে অপরাজিত আছেন।
নিউজিল্যান্ডের প্যাটেল ও ফিলিপস ১টি করে উইকেট নেন।
নিউ জিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দিপুর অভিষেক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।