টালিউডের জনপ্রিয় নায়ক ও ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায় (হিরণময় চট্টোপাধ্যায়) দ্বিতীয় বিয়ে করেছেন। উত্তরপ্রদেশের বারাণসীতে অনুষ্ঠিত এই বিয়ে ঘিরে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় প্রকাশ্যে এই বিয়ের বৈধতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, তাকে না জানিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন জনপ্রিয় এই নায়ক। খবর এনডিটিভির।

জানা গেছে, মডেল রিতিকা গিরিকে বিয়ে করেছেন হিরণ। বিয়ের ভাইরাল হওয়া ছবিতে রিতিকাকে লাল বেনারসি শাড়িতে এবং হিরণকে হলুদ কুর্তায় দেখা গেছে। হিরণ নিজেই প্রথমে ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন, যদিও পরে সেই পোস্ট মুছে ফেলেন।
কলকাতায় না করে নিজের শহর থেকে দূরে বারাণসীতে বিয়ে করার বিষয়টিও আলোচনা তৈরি করেছে। সাম্প্রতিক মাসগুলোতে চলচ্চিত্র ও রাজনীতি—উভয় ক্ষেত্রেই হিরণ তুলনামূলকভাবে কম সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে এই বিয়ের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘আমাদের পরিবার ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মেয়ে। তার শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে এখনও আমরা চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করছি। একজন বাবা যখন নিজের সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করেন, তখন তা আজীবনের ক্ষত তৈরি করে।’
দ্বিতীয় বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে অনিন্দিতা স্পষ্টভাবে বলেন, ‘আমার মতে, এই বিয়ে সম্পূর্ণ অবৈধ।’ তিনি আরও অভিযোগ করেন, হিরণের দ্বিতীয় স্ত্রী তাদের সংসার ভাঙার জন্য দায়ী।
জানা গেছে, হিরণ ও অনিন্দিতার মধ্যে এখনো আইনগত বিচ্ছেদ হয়নি। তাদের এক কন্যা সন্তান রয়েছে, যার বয়স বর্তমানে ১৯ বছর। গত প্রায় এক বছর ধরে হিরণ তার মেয়ের সঙ্গে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং এই সময়ে রাজনৈতিক কাজের কারণে তিনি দীর্ঘদিন খড়গপুরে ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


