জুমবাংলা ডেস্ক : ইলিশের ৫টি অভয়াশ্রমে সোমবার থেকে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। টানা ২ মাস এ নিষেধাজ্ঞা চলবে। নিষেধাজ্ঞার প্রথম দিনেই ৭ জনকে আটক করেছে অভিযানিক টিম। এসময় উদ্ধার করা হয়েছে প্রায় ৪০০ কেজি জাটকা ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল। মৎস্য অধিদপ্তরের দুটি টিমের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত বলেন, অভয়াশ্রমে নিষেধাজ্ঞার প্রথম দিনে সোমবার বরিশালের কীর্তনখোলা নদীর শহীদ আবদুর রব সেরিনয়াবাত সেতু সংলগ্ন টোলে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাস থামিয়ে ৪০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় গাড়ির ৩জন স্টাফ মো: রনি, রেজাউল, সোহেল খানকে।
অপর এক অভিযানে মৎস্য কর্মকর্তা (হিলসা) ড. বিমল চন্দ্র দাস বলেন, সোমবার কালাবদর নদীতে অভিযান চালিয়ে আ: জলিল, সুজন, ফারুক, খলিল হাওলাদার নামে ৪ জেলেকে আটক করা হয়েছে। এসময় ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা উদ্ধার করা হয়।
ইলিশের ৫ অভয়াশ্রম: নিষেধাজ্ঞার আওতায় থাকা ৫টি অভয়াশ্রমের সীমানা হচ্ছে- বরিশাল সদর উপজেলার কালাবদর নদীর হবিনগর পয়েন্ট থেকে মেহেন্দিগঞ্জের বামনীরচর, গজারিয়া নদীর হাটপয়েন্ট থেকে হিজলা লঞ্চঘাট. হিজলার মৌলভীরহাট পয়েন্ট থেকে মেহেন্দিগঞ্জ সংলগ্ল মেঘনার দক্ষিণ-পশ্চিম জাঙ্গালিয়া পয়েন্ট পর্যন্ত মোট ৮২ কিলোমিটার নদ-নদী।
একইভাবে চর ইলিশার মদনপুর থেকে ভোলা জেলার চরপিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহাবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার, ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চররুস্তুম পর্যন্ত তেতুলিয়া নদীর ১০০ কিলোমিটার, চাঁদপুর জেলার ষাটনল থেকে লক্ষীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এবং শরীতপুর জেলার নুরিয়া থেকে ভেদরগঞ্জ পর্যন্ত নিম্ন পদ্মার ২০ কিলোমিটার।
এ সীমনার মধ্যে থাকা নদীগুলো হচ্ছে- মেঘনা কালাবদর, আড়িয়াল খাঁ, নয়ভাঙ্গুলী, গজারিয়া ও কীর্তণখোলার অংশবিশেষ। এর আগে মোট ৬টি অভয়াশ্রমের মধ্যে আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটারে নিষেধাজ্ঞা পালিত হয়েছে ১ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আনিছুর রহমান তালুকদার বলেন, নিষেধাজ্ঞা কার্যকরে জেলে পাড়াগুলোতে ব্যাপক প্রচার-প্রচারনা চালানো হয়েছে। এ সময়ে প্রনোদনা হিসাবে জেলেরা বিশেষ বরাদ্দের চাল দাবী করে আসলেও বিগতবছরগুনোর দেয়া হয়নি। এবার প্রতিমাসে ৪০ কেজি করে দুইমাসে ৮০ কেজি চাল দেয়ার সুপারিশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।