বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আচ্ছা বলুন তো, মহাকাশে কি শব্দের অস্তিত্ব আছে? অনেকেই এর উত্তরে না বলবেন। আসলে তার পেছনে তাদের যুক্তি হল, মহাকাশ তো মহাশূন্য। তার বেশিরভাগ স্থানই শূন্য। সেখান দিয়ে শব্দ তরঙ্গ যাবে কী করে? আর সেটা না হলে শব্দের অস্তিত্বই বা থাকবে কীভাবে?
কিন্তু জেনে রাখা ভালো, মহাকাশে যে শব্দের অস্তিত্ব নেই, সেটা একটা ভ্রান্ত ধারণা। সেই ভুল ধারণা ভাঙিয়েই টুইট করল নাসা। তারা জানিয়েছে, পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টারে এত বেশি গ্যাস রয়েছে যে, সেখান থেকে আমরা প্রকৃত শব্দের হদিশ পেয়েছি। সেই শব্দ আরও অ্যামপ্লিফাই করা হয়েছে। তার সঙ্গে আরও একটি মহাজাগতিক শব্দ, ব্ল্যাক হোলের শব্দ যুক্ত।
কোনো গ্যালাক্সি ক্লাস্টারে প্রচুর পরিমাণে গ্যাস থাকে। সেটি এর মধ্যে থাকা শত শত বা এমনকি হাজার হাজার ছায়াপথকে আবৃত করে। এটি শব্দ তরঙ্গের চলনের একটি মাধ্যম প্রদান করে।
দেখুন নাসার সেই টুইট (সম্ভব হলে হেডফোন পরে নিন)-
The misconception that there is no sound in space originates because most space is a ~vacuum, providing no way for sound waves to travel. A galaxy cluster has so much gas that we’ve picked up actual sound. Here it’s amplified, and mixed with other data, to hear a black hole! pic.twitter.com/RobcZs7F9e
— NASA Exoplanets (@NASAExoplanets) August 21, 2022
২০০৩ সাল থেকে, পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টারের কেন্দ্রে অবস্থিত ব্ল্যাক হোলটির শব্দ নাসার গবেষণার বিষয়। এর কারণ হল জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, ব্ল্যাক হোল দ্বারা প্রেরিত চাপের ফলে গ্যালাক্তি ক্লাস্টারের উত্তপ্ত গ্যাসে তরঙ্গের সৃষ্টি হয়। সেই তরঙ্গকে একটি শব্দের নোটে অনুবাদ করা যেতে পারে। যদিও সেটি মানুষ কানে শুনতে পারে না। সেই শব্দই বিশেষ উপায়ে শ্রুতিযোগ্য করে তোলেন বিজ্ঞানীরা। ব্ল্যাক হোল সাউন্ড মেশিনের মাধ্যমে তা মানুষের কানে শোনার মতো তরঙ্গে পরিণত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।