নিজস্ব প্রতিবেদক: তদবির–বাণিজ্য ও এ–সম্পর্কিত দুর্নীতি রোধে ২৪ জন প্রধান ইমারত পরিদর্শককে লটারির মাধ্যমে বিভিন্ন জোনে বদলি ও পদায়ন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
আজ (৩০ এপ্রিল) রাজউক ভবনের সভাকক্ষে বদলির এ লটারি অনুষ্ঠিত হয়। এ সময় রাজউক চেয়ারম্যান মো: আনিছুর রহমান মিঞাসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যাদেরকে বদলি ও পদায়ন করা হয়েছে তাদের মধ্যে ১০ জন প্রধান ইমারত পরিদর্শক হিসেবে একই স্থানে চার বছরের বেশি সময় কর্মরত ছিলেন এবং বাকি ১৪ জন ইমারত পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে প্রধান ইমারত পরিদর্শক হয়েছেন।
লটারির পরপরই এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে রাজউকের পরিচালক (প্রশাসন) মোঃ মমিন উদ্দিন।
রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা জুমবাংলাকে বলেন, ‘আমরা এমন কিছু করতে চাইছি যেন পদায়ন, বদলি ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রমের প্রক্রিয়ায় প্রশ্নাতীত স্বচ্ছতা থাকে। আর এ জন্যই সবার সামনে লটারির মাধ্যমে বদলির এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় যাদেরকে বদলি করা হচ্ছে তারাও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে এই ভেবে যে বদলির জন্য কারও কাছে ধরনা দিতে হয়নি। এতে করে সেবার মান বাড়বে।
এর আগে গত ডিসেম্বর মাসে একই প্রক্রিয়ায় ৬৭ জন ইমারত পরিদর্শক ও চারজন সহকারী প্রকৌশলীকে আন্তঃবদলি করে রাজউক। তাদের মধ্যে অনেকেই সুবিধাজনক জোনে বদলির জন্য এমপি-মন্ত্রী, সরকারি পদস্থ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে তদবির করেছিলেন। কিন্তু রাজউক লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়ায় শেষ পর্যন্ত কোনও তদবিরেই কাজ হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।