জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ।
ড. ইউনূসকে লেখা এক চিঠিতে তিনি এই শুছেচ্ছা জানান।
ডিক শুফ বলেছেন, ‘তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার অপেক্ষায় রয়েছেন।’
ডাচ প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানান।
তিনি বলেন, ‘আপনার সামনে থাকা গুরুত্বপূর্ণ কঠিন পরিবর্তনের কাজগুলো রয়েছে, সেগুলোর সাফল্য কামনা করছি।’
এর মধ্যে রয়েছে- আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং বাংলাদেশকে গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রস্তুত করা।
ডাচ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের সঙ্গে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।