জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে শনিবার (২৪ মে) রাতে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। শীর্ষ একাধিক নেতৃবৃন্দের সমন্বয়ে এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সময় সংবাদকে জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাত ৮টায় প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় সাক্ষাৎ করবেন৷ প্রতিনিধি দলে সংগঠনের একাধিক শীর্ষ নেতা যুক্ত থাকবেন।
এর আগে গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে জামায়াত আমির জরুরি সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
ডিসেম্বর-জুনের মধ্যে নির্বাচনের প্রতি আস্থা আছে: জামায়াত আমির
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।