Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি কিয়ার স্টারমার: এফটি
জাতীয় স্লাইডার

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি কিয়ার স্টারমার: এফটি

Saumya SarakaraJune 12, 20253 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : লন্ডন সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ ফিরিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশে পাচার হওয়া কয়েকশো বিলিয়ন ডলার উদ্ধারে আন্তর্জাতিক সমর্থন জোগাড়ের উদ্দেশ্যে এ সফর করছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) এ তথ্য জানিয়েছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎএফটিকে ড. ইউনূস বলেন, বিগত শাসনামলে ‘চুরি’ হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করতে যুক্তরাজ্যের নৈতিকভাবে ‘বাধ্যবাধকতা’ উপলব্ধি করা উচিত। চুরি হওয়া এই অর্থের একটি বড় অংশ এখন যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে। তবে ড. ইউনূস জানান, স্টারমার এখনও তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি।

‘তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি,’ বলেন ড. ইউনূস। তবে প্রধান উপদেষ্টা এ-ও বলেন, স্টারমার যে বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন, এ বিষয়ে তার ‘কোনো সন্দেহ নেই’।

এর আগে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন, স্টারমার যুক্তরাজ্যে না থাকায় তারা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। তার এ বক্তব্য সমালোচনার মুখে পড়ে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেন, এ দাবি সম্পূর্ণ অসত্য।

এদিকে ড. ইউনূস এফটিকে বলেন, তার লক্ষ্য শুধু বাংলাদেশের চুরি হওয়া অর্থ উদ্ধার করা।

যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা এফটিকে নিশ্চিত করেছেন, আপাতত ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা নেই স্টারমারের। এর বাইরে তারা আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

ড. ইউনূস বলেন, যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে পাচার হওয়া অর্থ উদ্ধারে সহায়তা করছে; এ সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের ‘আইনি ও…নৈতিকভাবে’ বাধ্যবাধকতা অনুভব করা উচিত।

তিনি বলেন, এই সফরের লক্ষ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে ‘আরও উদ্যমী’ সহায়তা আদায় করা।

এফটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের আর্থিক লেনদেন তদন্তের ফলে বেশ কয়েকবার যুক্তরাজ্যে কিয়ার স্টারমারের দল লেবার পার্টির ওপর নেতিবাচক প্রভাব পড়ার হুমকি তৈরি হয়েছে।

দুর্নীতির অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের তৎকালীন দুর্নীতিবিরোধী মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন স্টারমারের ঘনিষ্ঠ মিত্র টিউলিপ সিদ্দিক।

এসব অভিযোগের মধ্যে ছিল, টিউলিপ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে আর্থিক ও সম্পত্তিগত সহায়তা পেয়েছেন। শেখ হাসিনা তার খালা।

এখনও এমপি পদে বহাল থাকা টিউলিপ অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন।

চলতি সপ্তাহেই তিনি চিঠি পাঠিয়ে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন।

চিঠিতে টিউলিপ বলেছেন, তিনি ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে চান।

তবে ড. ইউনূস বলে দিয়েছেন, তিনি টিউলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন না।

টিউলিপের বিরুদ্ধের দুর্নীতির অভিযোগের তদন্তের বিষয়ে তিনি বলেন, ‘এটা একটা আইনি বিষয়…একটা আইনি প্রক্রিয়া। এটা আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার বিষয় নয়।’

ড. ইউনূস আরও বলেন, ১৬ বছরের শাসনকালে শেখ হাসিনা ‘ক্ষমতাকে নিজের আত্মীয়স্বজন ও সহযোগীদের অর্থ লুটের সুযোগে পরিণত করেছেন’। একে ‘বিশাল লুটপাটের প্রক্রিয়া’ বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা।

বাংলাদেশি কর্তৃপক্ষের হিসাব অনুসারে, শেখ হাসিনার শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, এবং এর বড় অংশের গন্তব্য ছিল যুক্তরাজ্য।

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, যুক্তরাজ্য ছাড়াও কানাডা, সিঙ্গাপুর, ক্যারিবীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যেও বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে তারা মনে করেন।

তিনি বলেন, যুক্তরাজ্য সফর ‘কেবল শুরু’, আরও অনেক দেশ সফর করার পরিকল্পনা রয়েছে তার।

পাচারকৃত অর্থ ফেরাতে বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত

যুক্তরাজ্যের ব্যবসাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ ‘সবদিক থেকেই’ সহায়তা পেতে চায় তার প্রশাসন।

‘গ্রেট ব্রিটেনের জনগণের সহায়তা দরকার আমাদের,’ বলেন তিনি।

তার দল এখনও আশা করছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় FT রিপোর্ট Keir Starmer adviser meeting refused UK Labour news উপদেষ্টার এফটি করতে কিয়ার কিয়ার স্টারমার প্রধান প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজনীতি রাজি সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ প্রত্যাখ্যান স্টারমার স্লাইডার হননি
Related Posts
জাতীয় পরিচয়পত্র

জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবি চেঞ্চ করার নিয়ম

December 22, 2025
ওসমান হাদি

শহীদ ওসমান হাদি ছাড়াও আরও যারা নজরুল সমাধিসৌধে শায়িত

December 22, 2025
Faisal

শুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

December 21, 2025
Latest News
জাতীয় পরিচয়পত্র

জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবি চেঞ্চ করার নিয়ম

ওসমান হাদি

শহীদ ওসমান হাদি ছাড়াও আরও যারা নজরুল সমাধিসৌধে শায়িত

Faisal

শুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

পবিত্র শবে মিরাজ

পবিত্র শবে মিরাজ ১৬ জানুয়ারি

দুদক কমিশনার

দুর্নীতিগ্রস্ত লোক সংসদে পাঠিয়ে ভালো সরকার কেন আশা করেন : দুদক কমিশনার

ট্রেনে টিকিটবিহীন ভ্রমণ

বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি আদায়

পররাষ্ট্র উপদেষ্টা

চরমপন্থিরা নিরাপদ এলাকায় আসতে পারবে কেন : পররাষ্ট্র উপদেষ্টা

গ্রেপ্তার সেই হান্নানের জামিন

হাদি হত্যাকাণ্ড: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

High Commission

বাংলাদেশ হাইকমিশনের সামনে ঘটনার যে ব্যাখ্যা দিলো ভারত

এনবিআর চেয়ারম্যান

ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য : এনবিআর চেয়ারম্যান

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.