জুমবাংলা ডেস্ক: বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার রাত ৮টা ৫০ মিনিটে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাজধানীর বনানী মসজিদে জানাযা শেষে বাদ জোহর বনানী কবরস্থানে মরহুমা শেখ রাজিয়া নাসেরের মরদেহ দাফন করা হবে বলে জানান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
মরহুমা শেখ রিজিয়া নাসেরের পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য, মেঝ ছেলে সেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-১ আসনের সংসদ সদস্য ও তৃতীয় ছেলে শেখ সোহেল কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং শেখ রুবেল ও শেখ বাবু। তার দৌহিত্র শেখ তন্ময় শেখ তন্ময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



