
জুমবাংলা ডেস্ক: স্পেনে ২-১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কনফারেন্স অব পার্টির (কপ ২৫) ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দিতে রবিবার সকালে মাদ্রিদের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ইউএনবি’র।
রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।
Advertisement
সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে (স্পেনের সময়) বিমানটির মাদ্রিদ টরেজোন বিমানবন্দরে অবতরণ করার সময়সূচি রয়েছে। বিমানবন্দরে তাকে রাষ্ট্রদূত ও বিশ্ব পর্যটন সংস্থায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হাসান মাহমুদ খন্দকার প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


