প্রধানমন্ত্রীকে বললেন এন ৯৫ মাস্ক পাওয়া যাচ্ছে না, সমাধান দিলেন ডা. তুষার

জুমবাংলা ডেস্ক :  এন ৯৫ একটা স্ট্যান্ডার্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এন ৯৫ , কেএন ৯৫, এই মানের মাস্ককে স্বাস্থ্য কর্মীদের জন্য স্ট্যান্ডার্ড দিয়েছে। এর ওপরে যে মাস্ক , এন ৯৯, এন ১০০ ও সমান কার্যকর। শুধু তাই না, ভালো মেডিক্যাল মাস্কও সমান কার্যকর। পিএপিআর বা পাওয়ার অ্যাক্টিভেটেড পার্টিকুলেট রেসপিরেটরও কাজ করে।

আজ বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) সকাল ১০টায়, গণভবনে ঢাকা বিভাগের ৯টি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা। কনফারেন্সে প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তাব্যাক্তিরা করোনা পরিস্থিতি জানান। সেখানে আলাপকালে উঠে আসে এন ৯৫ মাস্ক না পাওয়ার কথা। ওই অংশ নিয়ে খানিক্ষণ ডা. আব্দুন নূর তুষার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

ডা. আব্দুন নূর তুষারের স্ট্যাটাসটি হুবহু দেয়া হলো-

একটু আগে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তাব্যাক্তি, টেলিভিশনে মাননীয় প্রধানমন্ত্রীকে বললেন এন ৯৫ মাস্ক পাওয়া যাচ্ছে না। এটা নাকি আমেরিকা দিচ্ছে না।

এন ৯৫ একটা স্ট্যান্ডার্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এন ৯৫ , কেএন ৯৫, এই মানের মাস্ককে স্বাস্থ্য কর্মীদের জন্য স্ট্যান্ডার্ড দিয়েছে। এর ওপরে যে মাস্ক , এন ৯৯, এন ১০০ ও সমান কার্যকর। শুধু তাই না, ভালো মেডিক্যাল মাস্কও সমান কার্যকর। পিএপিআর বা পাওয়ার অ্যাক্টিভেটেড পার্টিকুলেট রেসপিরেটরও কাজ করে ।

তবে পপলিনের মাস্ক সম্পর্কে বলা হয়েছে যে, যে এটার কাজ করার ক্ষমতা নাই বললেই চলে। যদি আর কোন কিছু না থাকে তবে কেবল পপলিন ব্যবহার করা যেতে পারে।

এন ৯৫ স্ট্যান্ডার্ডের মাস্ক কোরিয়া ও চায়নায় অনেক তৈরী হয়। তার কিছু কিছুর মান নিয়ে সন্দেহও আছে। তবে খুব সহজেই ভালো সাপ্লায়ারদের কাছ থেকে মাস্ক নিয়ে পিএসআই কোম্পানী দিয়ে মান পরীক্ষা করালে অথবা এখানে আমাদের ল্যাবেও মান পরীক্ষা করে নিলে , এন ৯৫ সমমানের মাস্ক আনা যেতে পারে।

বিশ্বাস না হয় আলিবাবাতে যান। থ্রি এম ছাড়াও এন৯৫ , এফএফপি২, কে এন ৯৫ মাস্ক অন্যরা বানায়। এন ৯৫ পাওয়া না গেলে আলিবাবার জ্যাক মা যে মাস্ক দিলেন সেটা তিনি কি আমেরিকা থেকে এনেছেন?

কয়েকটা স্ক্রীনশট দিলাম। দামসহ , আলিবাবা থেকে নেয়া। দশ মিনিট আগে নেয়া।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *