রেজওয়ান বাপ্পী : যশোরের জেলা প্রশাসক তমিজুল হকের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যশোরের ঝিকরগাছার প্রতিবন্ধি অদম্য মেধাবী তামান্না নূরা। গতকাল সোমবার তামান্নার লেখা চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চিঠির জবাব দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই অপেক্ষায় প্রহর গুনছেন তামান্না নূরা।
চিঠির বিষয়ে জানতে চাইলে তামান্না নূরা বলেন, একজন মমতাময়ী মা প্রধানমন্ত্রী নিশ্চই আমার চিঠির জবাব দিবেন। আমার দুটি স্বপ্নের কথা মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। একটি স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা, আর একটি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা। তিনি আমার দুটি স্বপ্নই পূরণেই সহযোগিতা করবেন বলে আশা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বলেন, তামান্নার লেখা চিঠি পেয়েছি। ইতোমধ্যে চিঠিটি প্রধানমন্ত্রী কার্যালয়ে ফরোয়ার্ডিং করা হয়েছে।
জেলা প্রশাসকের নির্দেশে গত ২০ জানুয়ারি ঝিকরগাছা বাঁকড়া আলীপুর গ্রামে প্রতিবন্ধি অদম্য মেধাবি তামান্না নূরার সঙ্গে সাক্ষাতে যান স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত ডিসি) শওকত হোসাইন। এ সময় তাকে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করার পরামর্শ দেয়া হয়। পাশাপাশি তামান্নাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়।
তামান্না নূরা চলতি বছর উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান শাখায় এইসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। দুটি হাত ও একটি পাহীন জন্ম নেওয়া তামান্না পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে জিপিএ-৫ অর্জন করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।