জুমবাংলা ডেস্ক : করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের সব জনপ্রতিনিধিদের এক মাসের সম্মানী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়ার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আসাদুর রহমান দুলু বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান।
আসাদুর রহমান দুলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এই মহাবিপর্যয় ঠেকাতে ও জনগণকে করোনাভাইরাস থেকে বাঁচাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি জেলা ও উপজেলায় সরকারি শীর্ষস্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলছেন। তিনি সবার সার্বিক খোঁজ-খবর নিচ্ছেন।
তিনি বলেন, সারা দেশে গরীব-অসহায় দিনমজুরসহ নিম্নবিত্ত পরিবারের কেউ যেন ক্ষুধার্ত না থাকে সে জন্য সরকারিভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলো সঠিকভাবে বিতরণে দিকনির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী।
আসাদুর রহমান দুলু অন্যান্য প্রতিষ্ঠানের মতো দলমতের ঊর্ধ্বে থেকে ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের এক মাসের সম্মানী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়ার অনুরোধ জানান। এ অর্থ জনগণের কল্যাণে কিছুটা হলেও অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।