জুমবাংলা ডেস্ক: বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ফোরাম (ডব্লিউআইইএফ) এবং দক্ষিণ-পূর্ব এশিয়ান সহযোগিতা (সিয়াকো) ফাউন্ডেশনের নেতারা বুধবার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছেন। খবর ইউএনবি’র।
ডব্লিউআইইএফ মহাসচিব আহমেদ ফোজি আবদুল রাজ্জাকের নেতৃত্বে ডব্লিউআইইএফ ও সিয়াকো ফাউন্ডেশনের সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গিয়ে এ প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
প্রতিনিধিদলটি জানায়, মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘আঞ্চলিক সহযোগিতা: অর্থনীতির রূপান্তর’ শীর্ষক ডব্লিউআইইএফ-সিয়াকো ফাউন্ডেশন গোলটেবিল বৈঠকে তারা ফলপ্রসূ আলোচনা করেছেন।
ডব্লিউআইইএফ মহাসচিব ২০২০ সালে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী ডব্লিউআইইএফ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
সেই সাথে তিনি ২০২১ সালের ডব্লিউআইইএফ সম্মেলন বাংলাদেশকে আয়োজন করার প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রী ডব্লিউআইইএফ ও সিয়াকো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকের আলোচ্যসূচির প্রশংসা করেন।
শেখ হাসিনা বলেন, সরকার এখন কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের জন্য দেশব্যাপী ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে।
তিনি জানান, অর্থনৈতিক অঞ্চলগুলোর জমি এখন দেশি উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ চলছে।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।