আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় বা সাইক্লোন শব্দগুলি আতংকের সঞ্চার করে মানুষের মনে ৷ যে যেখানের বাসিন্দাই হোন ,যতই নিরাপদ তাঁদের বাসস্থান হোক, এই সাইক্লোন বা টর্নেডোরা টনক নড়িয়ে দেয় না এমনটা প্রায় খুঁজে পাওয়া যায় না বললেই চলে৷ দিন কয়েক আগে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেছে ফণী, তারপর তছনছ করে দিয়েছে বুলবুল ৷ ক্ষত এখনও টাটকা ৷ ফলে ঝড়ের স্মৃতি কখনই ফিরে আসুক চান না কেউই ৷
আর সমুদ্র তীরবর্তী অঞ্চলেই সাইক্লোনিক স্টর্মের তীব্রতা বেশি পাওয়া যায় ৷ ফলে উপকূলবর্তী এলাকার মানুষের মধ্যে নতুন একটা ঝড় আসা মানেই আবার বড় একটা ক্ষয়ক্ষতির সম্ভবনা ৷ কিছুদিন আগেই সাইক্লোন ‘গীতা ’ এসেছিল আবার উপকূলে ফুঁসছে সাইক্লোন ‘রীতা’ ৷ প্রশান্ত মহাসাগরে এই মুহূর্তে নিজের শক্তি বাড়াচ্ছে এই সাইক্লোন রীতা ৷ নিউ জিল্যান্ডের আবহাওয়া দফতর অত্যন্ত মন দিয়ে এই সাইক্লোনের গতিবিধির ওপর নজর রাখছে ৷ নিজেদের সোশ্যাল মিডিয়া পেজেও এই সাইক্লোনিক স্টর্মের আই অর্থাৎ যে জায়গায় মূল সেই ছবিটা দেখা যাচ্ছে ৷
নিউ জিল্যান্ডের এত কাছে ঝড়টি তৈরি হলেও যেহেতু তাদের দেশের ঠিক পাশেই উচ্চচাপ বলয় আছে তাই তারা আশা করছেন সাইক্লোনটি মারাত্মক হলেও তাদের দেশের খুব বেশি ক্ষতি হতে পারবেন না ৷ এই উচ্চচাপ বলয়ের জন্য ভানুয়াতুতে ঘুরে যাবে ঝড়ের মুখ আর সেখানেই হবে প্রবল বৃষ্টি ৷
‘রীতা’ এ ব্যাপারে সতর্কতা জারি করেছে ফিজির আবহাওয়া সংস্থা। এখন এই সাইক্লোন ক্যাটাগরি টু-তে রয়েছে ,তবে খুব শিগগিরই এই ঘূর্ণিঝড় ক্যাটেগরি ওয়ান ট্রপিক্যাল সাইক্লোনে রূপান্তরিত হতে চলেছে। ‘রীতা’ এইবছরের (২০১৯-২০) প্রথম ঘূর্ণিঝড় হতে চলেছে। প্রত্যেক বছরেই ক্ষতিগ্রস্ত নিউজিল্যান্ড এই সময়েই ভানুয়াতুর অনেকটা অংশে ভারী বৃষ্টি এবং শক্তিশালী বাতাস বয়ে যাবে। নিউ জিল্যান্ড-সহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সময়টা ঘূর্ণিঝড়ের সময়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।