জুমবাংলা ডেস্ক: প্রবাস ফেরত বাংলাদেশিদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক চালু করেছে ‘প্রবাসী উদ্যোগ’ ও ‘প্রবাসী অগ্রযাত্রা’ নামে দুটি বিশেষ বিনিয়োগ সুবিধা।
সম্প্রতি ব্যাংকের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ারুল আজিম আরিফ এই বিশেষ বিনিয়োগ কার্যক্রমের আওতায় প্রবাস ফেরতদের মাঝে বিনিয়োগ বিতরণের চেক হস্তান্তর করেন।
Advertisement
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী।
এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোঃ সিরাজুল হক এবং মোঃ সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, এসএমই এন্ড এগ্রিকালচারাল ফিন্যান্স বিভাগের প্রধান সাদাত আহমেদ খানসহ ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।