জুমবাংলা ডেস্ক : প্রবাসীদের পাঠানো ডলারের দাম ১০৮ টাকা থেকে ৫০ পয়সা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৭ দশমিক ৫০ টাকা, যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন-বাফেদা এবং ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি। এদিন যৌথ সভায় ডলারের নতুন দাম নির্ধারণ করা হয়। ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ- এবিবি’র চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেনসহ শীর্ষ ব্যাংকাররা উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীদের পাঠানো ডলারের দাম কমলেও অন্যান্য দরে কোনও পরিবর্তন আনা হয়নি। আমদানি, রফতানিসহ অন্যান্য দর আগের মতোই থাকবে। তবে আমদানি খরচের দরটিই হবে আন্তঃব্যাংকে ডলার বিনিময়ের দর।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান আফজাল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেপ্টেম্বর মাসের শেষ দিন পর্যন্ত এখনকার মতোই দাম থাকবে। তবে ১ অক্টোবর থেকে একটু পরিবর্তন আনা হয়েছে।’ তিনি উল্লেখ করেন, ডলারের ওপর চাপ কমে আসায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। যেসব ব্যাংকের আগাম কেনা রয়েছে তারা ডলারের দর সমন্বয় করবে এই সময়ের মধ্যে।
সভায় জানানো হয়, রেমিট্যান্স আহরণ ও রফতানি বিল নগদায়নে ব্যাংকগুলোর গড় (ওয়েট অ্যান্ড এভারেজ) মূল্যের সঙ্গে সর্বোচ্চ এক টাকা যোগ করে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করতে পারবে ব্যাংকগুলো। এক্ষেত্রে ব্যাংকগুলো সর্বোচ্চ গড় হারের সঙ্গে অতিরিক্ত ১ টাকা বেশি নিতে পারবে। অর্থাৎ স্প্রেড সীমা হবে ১ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি হবে আন্তঃব্যাংকে ডলার বিনিময় দর।
বাফেদা ও এবিবির সিদ্ধান্ত অনুযায়ী, ক্রেডিট কার্ড ও বিদেশে শিক্ষার খরচে প্রতি ডলারের দাম হবে ব্যাংকের নগদ ডলার বিক্রির দামে।
এর আগে গত ১১ সেপ্টম্বর মুদ্রাবাজারে অস্থিরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মেনে বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে ডলার কেনাবেচার অভিন্ন দর ঘোষণা করে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন-বাফেদা এবং ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি।
দেশে আসা রেমিট্যান্সের ক্ষেত্রে বিনিময় হার নির্ধারণ করা হয়েছিল ১০৮ টাকা। আর রফতানির ক্ষেত্রে প্রতি ডলারের দাম ঠিক করা হয় সর্বোচ্চ ৯৯ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি হবে আন্তঃব্যাংকে ডলার বিনিময় দর।
বাফেদা ও এবিবির সিদ্ধান্ত অনুযায়ী, ক্রেডিট কার্ড ও বিদেশে শিক্ষার খরচে প্রতি ডলারের দাম হবে ব্যাংকের নগদ ডলার বিক্রির দামে।
এর আগে গত ১১ সেপ্টম্বর মুদ্রাবাজারে অস্থিরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মেনে বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে ডলার কেনাবেচার অভিন্ন দর ঘোষণা করে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন-বাফেদা এবং ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি।
দেশে আসা রেমিট্যান্সের ক্ষেত্রে বিনিময় হার নির্ধারণ করা হয়েছিল ১০৮ টাকা। আর রফতানির ক্ষেত্রে প্রতি ডলারের দাম ঠিক করা হয় সর্বোচ্চ ৯৯ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।