জুমবাংলা ডেস্ক : আপনজনদের রেখে জীবিকার তাগিদে যারা বিদেশে পাড়ি জমিয়েছেন সেই প্রবাসীদের পাঠানো অর্থে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হয়। বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় অনেক প্রবাসী দেশে আসতে পারছেন না। দেশে থাকা পরিবার-পরিজনও তার জন্য দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। এমন অবস্থায় নড়াইলের কয়েকটি প্রবাসী পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছেন মাশরাফি বিন মর্তুজা এমপি।
সিঙ্গাপুর প্রবাসী শেখ তরিকুল ইসলাম জানান, আজ আমি দেশে নেই। তবে আমার পক্ষে মাশরাফি বিন মর্তুজা আমার মায়ের কাছে উপহার পাঠিয়েছেন। মাশরাফি কাউকে উপহার পাঠালে তারা কতটা খুশি হয় তা বলে বোঝাতে পারব না।
এ সময় শেখ তরিকুল ইসলাম প্রবাসীদের পক্ষ থেকে মাশরাফি বিন মর্তুজাকে ধন্যবাদ জানান।
প্রবাসীদের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দিয়ে নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষযক সম্পাদক হাফিজ খান মিলন জানান, যাদের পাঠানো রেমিটেন্সে আমাদের দেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকে তাদের পরিবারকে ঈদ উপহার দিয়ে মাশরাফি বিন মর্তুজা তাদের সম্মানিত করেছেন। কী দিলেন এটি বড় কথা নয়। এটি একটি প্রতীকী উপহার। এর মাধ্যমে মাশরাফি প্রমাণ করলেন তিনি প্রবাসীদের সুখে-দুঃখে তাদের পাশে আছেন।
এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে মাশরাফি বিন মর্তুজা করোনা যুদ্ধের সম্মুখযোদ্ধা নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও সেবিকাদের ঈদ উপহার পাঠিয়েছেন। সাংসদ মাশরাফির এই উপহার তুলে দেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মো. জসীম উদ্দিন ও মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন।
এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মশিউর রহমান বাবু বলেন, আমি সত্যিই অভিভূত। যদিও আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করছি তবুও এমপির এই উপহার আমাদের আরো ভালোভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।
এ সময় তিনি সকল চিকিৎসক তথা নড়াইল জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাশরাফি বিন মর্তুজাকে ধন্যবাদ জানান।- জাগো নিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।